Advertisement
  • হোম
  • খেলা
  • আরেকটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা

আরেকটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা

আমার সংবাদ

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

আরেকটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা
আরেকটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে রোববার গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ এশিয়ার শক্তিধর দল দক্ষিণ কোরিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা দলটি আপাতদৃষ্টিতে ‘অধিক শক্তিশালী’। তবু আফঈদা খন্দকারদের লক্ষ্য, লড়াই করে কোরিয়াকে রুখে দিয়ে নতুন ইতিহাস গড়া।

ভিয়েনতিয়েনের লাও জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে এইচ-গ্রুপের ফাইনাল লড়াইটি।

বাছাইপর্বের নিয়ম অনুযায়ী আট গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে মূল পর্বে। বাকি তিনটি সেরা রানার্সআপ দলও সুযোগ পাবে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পয়েন্ট সমান ৬, গোল পার্থক্যও সমান। তবে গোলসংখ্যায় ১১-১০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

সেই হিসাবে আজ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে পিটার বাটলারের শিষ্যারা। কারণ টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, সমান পয়েন্ট হলে প্রথম বিবেচনায় আসে হেড টু হেড, যা ড্র হলে পরবর্তী ধাপে দেখা হয় গ্রুপে সর্বোচ্চ গোল— যেখানে এগিয়ে লাল-সবুজের মেয়েরা।

এখন পর্যন্ত লাওসকে ৩-১ এবং পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে কোরিয়া তিমুরকে ৯-০ ও লাওসকে ১-০ গোলে হারিয়েছে।

তবে আজ হারলে বাংলাদেশকে পড়তে হবে কঠিন সমীকরণে। কারণ, রানার্সআপ হওয়ার লড়াইয়েও তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ডি গ্রুপ বাদে বাকি সাত গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে একাধিক রানার্সআপ দৌড়ে আছে— যেমন চাইনিজ তাইপে (+৩), লেবানন (+২), ইরান (+৫), জর্ডান (+১১) ও দক্ষিণ কোরিয়া (+১০)। গোল ব্যবধানে জর্ডান ও কোরিয়া কিছুটা এগিয়ে।

তাই কোরিয়ার বিপক্ষে জয় বা ড্র— দুটোই বাংলাদেশকে মূল পর্বে নিয়ে যেতে পারে সরাসরি। আর সেই লক্ষ্যেই প্রস্তুত আফঈদারা।

দলের ম্যানেজার মাহমুদ হক জানিয়েছেন, ‘দলের সবাই সুস্থ ও আত্মবিশ্বাসী। দেশের মানুষের দোয়া চাই, যেন জয় নিয়ে ফিরতে পারি।’

দক্ষিণ কোরিয়ার মতো প্রতিপক্ষকে রুখে দিতে পারলে বাংলাদেশের কিশোরীরা লিখে ফেলবে নতুন এক সোনালী অধ্যায়।

জেএইচআর

Lading . . .