Advertisement
  • হোম
  • খেলা
  • নর্দান টেরিটরিকে ১৭৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ ‘...

নর্দান টেরিটরিকে ১৭৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ ‘এ’

নয়াদিগন্ত

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ দল |সংগৃহীত
বাংলাদেশ দল |সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে নর্দান টেরিটরির বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল।

মঙ্গলবার ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও জিশান আলম। ২১ বলে ৫৫ রানের জুটি গড়েন তারা। চতুর্থ ওভারের তৃতীয় বলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আউট হন নাইম। ৬টি চারে ১১ বলে ২৫ রান করেন তিনি।

দশম ওভারে সাজঘরে ফেরেন জিশান। ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩০ রান করেন জিশান।

তিন নম্বরে নামা সাইফ হাসান ৩ রানে বিদায় নিলেও আফিফ হোসেন ও অধিনায়ক নুরুল হাসানের ব্যাটে রানের চাকা সচল ছিল বাংলাদেশের। চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়েন তারা।

৫টি চার ও ১টি ছক্কায় নুরুল ২৩ বলে ৩৫ রান করে বিদায় নিলে পঞ্চম উইকেটে ৩১ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আফিফ ও ইয়াসির আলি। এতে ৪ উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

৪টি চারে আফিফ ৪০ বলে ৪১ এবং ২টি চার ও ১টি ছক্কায় ১২ বলে ২২ রান করেন ইয়াসির।

নর্দান টেরিটরির টম মেনজিস ২ উইকেট নেন।

আরও পড়ুন

Lading . . .