প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

নতুন খেলোয়াড় তৈরির অন্যতম মাধ্যম পাইওনিয়ার লিগ। তবে ২০২২ সালের পর আর হয়নি এই লিগ। এবার বাফুফে এই লিগ শুরুর জন্য সদস্য টিপু সুলতানকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়।
তবে এখন পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ কমিটিই গঠন করতে পারেননি। এবার ৮০টি ক্লাবের অংশ নেয়ার কথা লিগে। অথচ এখনো খেলোয়াড়দের বয়স পরীক্ষা হয়নি। তাই ক্লাবগুলোর শঙ্কা এখনই বয়স পরীক্ষার কার্যক্রম শুরু না করলে এ বছর আর লিগই মাঠে গড়াবে না।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। আছে রোজা। নির্বাচনের ঢামাঢোল শুরু হয়ে গেলে এ লিগ আরো পেছাবে। তাই ক্লাবগুলোর পক্ষ থেকে অচিরেই পূর্ণাঙ্গ পাইওনিয়ার লিগের কমিটি গঠন করে লিগ শুরুর দাবি ক্লাবগুলোর।
বুধবার (৬ আগস্ট) বাফুফে ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে বেশ কয়েকটি ক্লাব। সেখানে খেলাঘর এবং মহানগর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, লাইজু ফুটবল অ্যাকাডেমির সহ-সভাপতি শাহাদাত হোসেন এ দাবি করনে।