Advertisement

গামিনীদের বস হয়ে ফিরলেন হেমিং

মানবজমিন

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

24obnd

গত বছর অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে নিয়োগ দেয় বিসিবি। তবে কাজের মাঝপথেই চাকরি ছেড়ে যান তিনি। এবার তাকে আবার ফিরিয়ে আনলো বিসিবি। এই দফায় তাকে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গামিনি ডি সিলভা থেকে সব কিউরেটর কাজ করবেন তার অধীনে।

হেমিংয়ের সঙ্গে এবার দুই বছরের চুক্তি হয়েছে বিসিবির। বিসিবির পিচ দেখা-শোনার পাশাপাশি বিসিবির সব কিউরেটরদের শেখাবেন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। শনিবার বিসিবির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অফ টার্ফ ম্যানেজমেন্টে হিসেবে দায়িত্ব পালন করবেন টনি হেমিং।

গামিনী ডি সিলভাকে নিয়ে মিঠু বলেন, ‘সময় বলবে গামিনী থাকছে কি থাকছে না। এখন যে জিনিসটা হচ্ছে গামিনীর ১ বছর এক্সটেনশন করা হয়েছে ২ মাসের টার্মিনেশন নোটিশ দেয়াতে।’ আসন্ন বিপিএল নিয়ে মিঠু বলেন, 'আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।'

আরও পড়ুন

Lading . . .