Advertisement
  • হোম
  • খেলা
  • বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজ নিয়ে জটিলতায় হকি

বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজ নিয়ে জটিলতায় হকি

কালবেলা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজ নিয়ে জটিলতায় হকি
বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজ নিয়ে জটিলতায় হকি

জুনিয়র বিশ্বকাপে পরাশক্তিদের চমকে দেওয়ার লক্ষ্য বাংলাদেশের ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানের। এজন্য মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ দল। সেখান থেকে ফিরে সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা আছে। অনূর্ধ্ব-২১ দলের এ পরিকল্পনার মধ্যে বাদ সাধছে সিনিয়র জাতীয় দলের পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ।

সদ্য সমাপ্ত এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থানে ছিল বাংলাদেশ। এশিয়ান হকি সংস্থার নতুন নিয়মের ফলে বিশ্বকাপ বাছাইয়ের যোগ্যতা অর্জনের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে ষষ্ঠ স্থানে থাকা দলকে। এশিয়ান হকি ফেডারেশন দ্রুতই এ সিরিজ আয়োজনের তাগিদ দিচ্ছে। কিন্তু অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি নিরবচ্ছিন্ন করতে বাংলাদেশ চায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ পিছিয়ে নিতে।

এ প্রসঙ্গে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলছিলেন, ‘আমরা চাই অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ হোক। দলটির প্রস্তুতির মধ্যে কোনো বিরতি চাই না। এ নিয়ে ডাচ কোচের সঙ্গে আলোচনাও হয়েছে। আমরা প্লে-অফ সিরিজের সূচি নিয়ে কাজ করছি।’ পাকিস্তান সিরিজ সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছিলেন, ‘আমরা একটি সময় নিয়ে আলোচনা করছি। চলতি মাসের শেষ দিকে সিদ্ধান্ত হবে। সিরিজ আয়োজনের খরচও আমাদের। কোনো কারণে আমরা সিরিজ আয়োজন করতে না পারলে পাকিস্তান বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে।’

অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি সম্পর্কে কোচ সিগফ্রিড আইকম্যান বলছিলেন, ‘আমি খেলোয়াড়দের নিয়ে খুঁটিনাটি কাজ করার চেষ্টা করছি। বিশেষ করে রক্ষণভাগ ও গোলরক্ষকের মধ্যে সমন্বয় এবং কৌশলগুলো দেখানোর চেষ্টা করেছি। বিশ্বকাপে আমার লক্ষ্য থাকবে ভালো হকি খেলে অস্ট্রেলিয়াসহ বড় দলগুলোকে চমকে দেওয়া।’

আরও পড়ুন

Lading . . .