Advertisement
  • হোম
  • খেলা
  • ভারতের বিপক্ষে একই ভুলের মাশুল দিলো বাংলাদেশ

ভারতের বিপক্ষে একই ভুলের মাশুল দিলো বাংলাদেশ

মানবজমিন

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

24obnd

ভুটানের বিপক্ষে জয়ের পর ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে ভুলের পুনরাবৃত্তি না করার কথা বলা হচ্ছিল বারবার। আগের দিন সহকারী কোচ আবুল হোসেন বলেছিলেন ভারতের বিপক্ষে ম্যাচে ভুল করতে চায় না বাংলাদেশ। কিন্তু মাঠে সেই ভুলই হলো। কোচ মাহবুবুর রহমানের কৌশলও হলো প্রশ্নবিদ্ধ। ভারতের মতো দারুণ ছন্দে থাকা দলের সঙ্গে হাইলাইন ডিফেন্স দাঁড় করানোর মাসুল দিতে হলো দুই গোলে হেরে। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের পাঁচ ম্যাচের জয়যাত্রা থেমে গেল এই হারে। শেষবার বাংলাদেশ হেরেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে। ভারতের বিপক্ষে গতকালের ম্যাচের আগে বাংলাদেশের মেয়েরা সর্বশেষ খেলেছিল ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে। যেখানে গ্রুপ পর্বে তারা ভারতকে হারিয়েছিল ৩-১ গোলে আর ফাইনালে টাইব্রেকারে। এর আগে নেপালকে ৭-০ গোলে উড়িয়ে এবারের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট শুরু করে ভারত। আর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভুটানকে হারায় ৩-১ গোলে। তাতে দুই জয়ে টেবিলের শীর্ষে থাকা ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ ম্যাচ ২৪ ও ২৭শে আগস্ট নেপালের সঙ্গে। ২৯শে আগস্ট আবার ভুটানের মুখোমুখি হবে অর্পিতা-সুরভীরা। আর ৩১শে আগস্ট টুর্নামেন্ট শেষ হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই টুর্নামেন্টে খেলা হচ্ছে ডাবল লীগ পদ্ধতিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোলপার্থক্য। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল প্রথমার্ধেই এক গোলে পিছিয়ে পড়েন আলপি-অর্পিতারা। ১৪তম মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নেন ভারতের এক ফুটবলার। এরপর বাংলাদেশের তিন খেলোয়াড়কে ড্রিবল করে ডি-বক্সের সামনে পাস দেন। সেই পাস ধরে চমৎকার শটে বাংলাদেশের জালে বল পাঠান ভারতের পার্ল ফার্নান্দেস। বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি সেই শট রুখতে।
গোল হজম করার সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। কয়েকটি ভালোও আক্রমণ গড়ে। ৩৬তম মিনিটে ফাতেমা আক্তারের কর্নার থেকে হেড নিলেও লক্ষ্যে রাখতে পারেননি আলপি আক্তার। বিরতির পর গোল শোধ তো দূরের কথা, উল্টো আরেক গোল হজম করতে হয়। ৭৬তম মিনিটে আলিশার কর্নার থেকে নিখুঁত ভলিতে জাল কাঁপান ভারতের বনিপিলা শুলাই।

আরও পড়ুন

Lading . . .