ইসরাইলের সাথে ম্যাচ খেলে উপার্জিত অর্থ ফিলিস্তিনকে দেবে নরওয়ে
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে নরওয়ে। ইসরাইলের সাথে ম্যাচ খেলে উপার্জিত অর্থ ফিলিস্তিনবাসীকে উপহার দেবে আর্লিং হল্যান্ডের দেশ।
ফিলিস্তিন যেন ধ্বংসপ্রাপ্ত নগরী। লাখো লাখো শহীদের রক্তে রঞ্জিত মুসলমানদের পবিত্র এই ভূখণ্ড। দখলদার ইসরাইলি বাহিনীর বোমার আঘাতে গাজা থেকে রাফাহ পরিণত হয়েছে মৃত্যুপুরিতে।
যারা বেঁচে আছেন তারাও পার করছেন মানবেতর জীবন। কেউ হয়তো আহত হয়ে কাতরাচ্ছেন, কেউ স্বজন হারার বেদনা বুকে দাঁতে দাঁত চেপে আছেন। তবে সবাই আছেন খাবার কষ্টে।
খাবার না খেয়ে ধুঁকে ধুঁকে মরছে শিশুরা পর্যন্ত। মিলছে না পর্যাপ্ত সহায়তা। মিলছে না চিকিৎসা সেবাও। গোটা ফিলিস্তিন অসহায়, ক্ষুধার্ত।
অসহায় গাজাবাসীর পাশে মানবিক ত্রাণ কার্যক্রমে অংশ নিতে যাচ্ছে নরওয়ে ফুটবল। ইসরাইলের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া সব অর্থ গাজার মানবিক ত্রাণ কার্যক্রমে দান করবে তারা।
১১ অক্টোবর অসলোতে উলেভাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ আই-এর ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ইসরাইল। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে।
এ প্রসঙ্গে এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা গাজার মানুষের দীর্ঘদিন ধরে চলা মানবিক কষ্ট ও বেসামরিক জনগণের ওপর অপ্রতিসম হামলার প্রতি উদাসীন থাকতে পারি না। আমরা চাই এই ম্যাচের আয় এমন একটি মানবিক সংস্থাকে দিতে, যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচানোর কাজ করছে এবং সক্রিয়ভাবে জরুরি সহায়তা দিচ্ছে।’
তবে ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) বুধবার এর প্রতিক্রিয়া জানিয়েছে। তারা নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা হামাসের হামলার নিন্দা জানায় এবং নিশ্চিত করে যে এই অর্থ অন্য কোনো উদ্দেশে ব্যবহার না হয়।
এদিকে এই ম্যাচ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে উয়েফা ও স্থানীয় পুলিশের সাথে সমন্বয় করছে এনএফএফ। নিরাপত্তার কারণে ২৬ হাজার আসনের স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় তিন হাজার কমানো হতে পারে বলেও জানানো হয়েছে।
গত বছর অক্টোবর থেকে নিজেদের মাঠে কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি ইসরাইল। নরওয়ের বিপক্ষে গত মার্চে হাঙ্গেরিতে নিজেদের ‘হোম’ ম্যাচ খেলে। যেখানে ৪-২ গোলে জয় পায় নরওয়ে।