প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। এবার একই হাতছানি ছোটদের সামনেও। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিকাল ৩টার সে ম্যাচে কোরিয়ান মেয়েদের বিরুদ্ধে হার এড়ালেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে জায়গা করে নেবে ফুটবলের জুনিয়র বাঘিনীরা।
আজ ড্র হলে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুটি দলই পাবে একটি করে পয়েন্ট। গ্রুপ এইচ-এ থাকা বাংলাদেশ আগের দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে ৬ পয়েন্ট পেয়েছে। একই দলগুলোর বিপক্ষে ৬ পয়েন্ট অর্জন করেছে কোরিয়ানরাও। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার গোল পার্থক্যও +১০। তবে বাংলাদেশ গোল করেছে ১১টি ও কোরিয়া একটি কম। এক গোল বেশি করায় টেবিলের শীর্ষেই রয়েছে বাংলাদেশ। সে ক্ষেত্রে আজকের ড্রই মূলপর্বের টিকিট এনে দেবে বাংলাদেশকে। আর যদি হেরে যায়, তবুও রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থাকতে পারলেও মূলপর্বে জায়গা পাওয়া যাবে।
আরও পড়ুন