প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩-১ গোলে লাওসকে পরাজিত করার পর আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে পূর্ব তিমুরকে হারিয়েছে। শ্রীমতি তৃষ্ণা হ্যাটট্রিক এবং সাগরিকা, নবিরুন, শিখা, শান্তি ও মুনকি একটি করে গোল করেন।
প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিলো পিটার বাটলারের দল। ম্যাচে একাধিক সুযোগে ১৯তম মিনিটে হেডে গোল করে দলকে লিড এনে দেন সিনহা শিখা। এরপর ৩১তম মিনিটে ক্রস থেকে সরাসরি তেমুর লেস্তের জাল খুঁজে পান শান্তি মারডি। ঠিক পাঁচ মিনিটের ব্যবধানে শান্তি মারডির আরেক কর্নার থেকে হেড করেন নবিরুন খাতুন। বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সাগরিকার ডিবক্সের ভেতরে থেকে বাড়ানো পাসে গোল করেন স্ট্রাইকার তৃষ্ণা। ম্যাচে অধিকাংশ সময়ই বল নিজেদের কন্ট্রোলে ধরে রাখেন আফিঈদা, সাগরিকারা।
গত বুধবার স্বাগতিক লাউসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেন সাগরিকা, মুনকিরা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১০ তারিখে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
এবারের বাছাইয়ে আট গ্রুপে ভাগ হয়ে খেলছে ৩২টি দল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আটটি দলের সঙ্গে দ্বিতীয় হওয়া সেরা তিনটি দলও পাবে মূল পর্বের টিকিট। আগামী বছরের এপ্রিলে ১২টি দল নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ।
আরও পড়ুন