Advertisement
  • হোম
  • খেলা
  • ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমি...

ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত

নয়াদিগন্ত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আজ আমিরাত পেসার জুনায়েদ সিদ্দিকি ২৩ রানে ৪ উইকেট নেন |ক্রিকইনফো
আজ আমিরাত পেসার জুনায়েদ সিদ্দিকি ২৩ রানে ৪ উইকেট নেন |ক্রিকইনফো

দুই ব্যাটার আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের পর বোলারদের নৈপুণ্যে চলমান এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে আরব আমিরাত।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান-আরব আমিরাতের মধ্যকার জয়ী দল সুপার ফোরের টিকিট পাবে। ২ ম্যাচ শেষে আরব আমিরাত ও পাকিস্তানের সমান ২ করে পয়েন্ট আছে। আজকের ম্যাচে আরব আমিরাতের জয়ে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত হয়েছে ভারতের।

আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ৬৬ বলে ৮৮ রান যোগ করেন দুই ওপেনার শারাফু ও ওয়াসিম।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে আউট হওয়ার আগে ৩৮ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন শারাফু।

শারাফু ফেরার পর আরব আমিরাতের রানের চাকা সচল রাখেন ওয়াসিম। তৃতীয় উইকেটে মুহাম্মদ জোহাইবের সাথে ২৯ বলে ৪৯ রানের জুটিও গড়েছেন ওয়াসিম।

জোহাইব ১৩ বলে ২১ রান করে আউট হলেও ইনিংসের শেষ ওভারে দলের রান ১৭১ রেখে থামেন ওয়াসিম। ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৪ বলে ৬৯ রান করেন তিনি।

ডেথ ওভারে ৮ বলে অনবদ্য ১৯ রানের ঝড়ো ইনিংসে আরব আমিরাতকে বড় সংগ্রহ এনে দেন হরষিত কৌশিক। ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করে আরব আমিরাত।

ওমানের পেসার জিতেন রামানন্দী ২ উইকেট শিকার করেন।

জবাবে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই লড়াই থেকে ছিটকে যায় ওমান। দলকে লড়াইয়ে ফেরাতে ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৩৮ রানের জুটি গড়েন আরিয়ান বিশটে ও বিনায়েক শুক্লা। কিন্তু দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। বিশটে ২৪ ও শুক্লা ২০ রানে ফেরেন।

শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতে ১৩০ রানে অলআউট হয় ওমান।

আরব আমিরাত পেসার জুনায়েদ সিদ্দিকি ২৩ রানে ৪ উইকেট নেন।

Lading . . .