Advertisement
  • হোম
  • খেলা
  • সেনাবাহিনীর বিশেষ বিমানে সকাল সাড়ে ১১টায় দেশে ফিরছ...

সেনাবাহিনীর বিশেষ বিমানে সকাল সাড়ে ১১টায় দেশে ফিরছেন ফুটবলাররা

মানবজমিন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

অবশেষে অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকালেই দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল থেকে সকাল ১১.৩০ মিনিটে একটি বিশেষ বিমানে করে দেশে ফিরবেন জামাল-তপুরা। একই বিমানে আসবেন বাংলাদেশ থেকে নেপালে এই ফুটবল সিরিজ কভার করতে যাওয়া সাংবাদিকরাও। বিষয়টি নিশ্চিত করেছে নেপালস্থ বাংলাদেশ দুতাবাস।

এর আগে নেপালে দুই ম্যাচের ফ্রেন্ডলি সিরিজ খেলতে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে দুই দলই গোল করতে না পারায় গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচের আগের দিন নেপালে সরকার পতনের আন্দোলনে নামে জেন জি প্রজন্ম। এতে প্রথম দিনেই পুলিশের গুলিতে মারা ২১ জন। এতে করে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। দেশজুড়ে সংঘর্ষ শুরু হয়। এতে করে বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ম্যাচ বাতিক করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

এরপর থেকেই হোটেলে অবরুদ্ধ হয়ে পড়েন ফুটবলার ও সাংবাদিকরা। আজ বাংলাদেশ সেনাবাহিনী কার্গো বিমান পাঠিয়ে তাদের ফেরত আনতে চাইলেই নেপাল সেনাবাহিনীর সাড়া মেলেনি। অবশেষে দুই পক্ষের আলোচনায় ঠিক হয় আগামীকাল সকালে বিশেষ বিমানে দেশে ফিরবেন ফুটবলার ও সাংবাদিকরা।

আরও পড়ুন

Lading . . .