Advertisement
  • হোম
  • খেলা
  • দেশে ফিরে নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠ...

দেশে ফিরে নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বুলবুল

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

ক্রিকেটপাড়ায় এখন বিসিবি’র নির্বাচন টক অব দ্য টাউন! কবে হবে বা কীভাবে হবে বা আদৌ হবে কিনা এই আলোচনায় ক্রিকেট সংশ্লিষ্টরা। প্রতিনিয়ত নানা গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে। তবে নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বোর্ডে কোনো আলোচনা হয়নি। যেটুকু হয়েছে সেটা অফ দ্য রেকর্ড বলা যায়! মূলত বিসিবি’র বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরলে এ নিয়ে আলোচনা শুরু হবে।
বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন বুলবুল। আগামী ১৬ই আগস্ট দেশে ফেরার কথা তার। দেশে ফিরেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করবেন বুলবুল। সেখানেই সিদ্ধান্ত হবে বিসিবি’র আসন্ন নির্বাচন নিয়ে। বিসিবি’র একটি সূত্র জানায়, আগামী ১৭ বা ১৮ই আগস্ট ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসতে পারেন বুলবুল। যেখান থেকে আসতে পারে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত।
বিসিবি’র একাধিক পরিচালক নিশ্চিত করেছেন, শেষ কয়েকটি বোর্ড সভার কোনটিতেই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে যেসব পরিচালক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করেছেন। এর মধ্যে এক পরিচালক দৈনিক মানবজমিনকে বলেন, ‘নির্বাচন করার প্রস্তুতি আগে থেকেই নিচ্ছি। যখনই তারিখ ঘোষণা হবে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিবো।’
আগে থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু নতুন করে গুঞ্জন ভাসছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন নিয়ে ফের বিসিবিতে আসতে পারেন তিনি।

আরও পড়ুন

Lading . . .