Advertisement
  • হোম
  • খেলা
  • এবার দক্ষিণ কোরিয়ার দিকে চোখ বাটলারের

এবার দক্ষিণ কোরিয়ার দিকে চোখ বাটলারের

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

তিমুর লেস্তের বিপক্ষে জয়ের ব্যবধান ৮-০, স্বাভাবিকভাবে আনন্দে ভাসছেন পিটার জেমস বাটলার। তবে সেই উচ্ছ্বাসের মধ্যেই ভাবতে বসেছেন সামনের কঠিন পরীক্ষা নিয়ে। ‘এইচ’ গ্রুপে সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশের মূল প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া; তিমুর লেস্তেকে যারা ৯-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করে। আগামীকাল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাটলারের দল। আসর শুরু করার আগে বাটলার ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন। লাওসের পর তিমুর লেস্তেকে খড়কুঁটোর মতো উড়িয়ে দেওয়ার তৃপ্তি থাকলেও বাংলাদেশ কোচের ভাবনায় উঁকি দিচ্ছে পরের ম্যাচ। গতকালের জয়ের পর বাটলার বলেন, ‘আমি মনে করি, তিমুর লেস্তেকে আমরা উড়িয়ে দিয়েছি। যদিও শুরুর ১০ মিনিট একটু অগোছালো ছিলাম। তবে সময় গড়ানোর সাথে আমরা বেড়ে উঠেছি, আধিপত্য করেছি। পাসিংগুলো এবং বিশেষ করে সেট-পিস থেকে কিছু গোল ঠিকঠাক করতে পারলাম। শান্তির শটটি সৌভাগ্যবশত সরাসরি কর্নার থেকে জালে জড়াল। আসলে, ম্যাচে আপনাকে নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হবে।’ শিষ্যদের কৃতিত্ব দিয়ে বাটলার বলেন,‘ শিখাও আজ (গতকাল) ছিল দুর্দান্ত। অসাধারণ। আমাদের দলে জায়গা পাওয়ার জন্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সাফের আসরগুলোতে আমরা দারুণ পরীক্ষা চালিয়েছিলাম, কিন্তু এটা (এএফসির টুর্নামেন্ট) পুরোপুরি অন্য পর্যায়ের প্রতিযোগিতা। এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আমি শুধু আশা করি, এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে। যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলব, আমি মনে করি, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ এরই মধ্যে সিনিয়র টিমের এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোকে তাই শেখার মঞ্চ হিসেবে দেখতে চাওয়ার কথা একাধিকবার বলেছেন বাটলার। কোরিয়া ম্যাচ নিয়ে একই সুর এই ইংলিশ কোচের কণ্ঠে। তিনি বলেন,‘ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে। আমরা আমাদের সেরাটাই দিব। তবে, আমি স্রেফ মনে করি, কাজগুলো ঠিকঠাক করতে আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং আশা করি, সেটা আমরা শিখবও।’ ‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলে জায়গা করতে পারবে আগামী বছরের চূড়ান্ত পর্বে। দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা। সে ক্ষেত্রে আটটি গ্রুপের আট রানার্সআপের মধ্যে সেরা তিনে থাকতে হবে।

আরও পড়ুন

Lading . . .