Advertisement
  • হোম
  • খেলা
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে তানজিদ-জাকেরের বড় লাফ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তানজিদ-জাকেরের বড় লাফ

গণকন্ঠ

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তানজিদ-জাকেরের বড় লাফ
আইসিসি র‍্যাঙ্কিংয়ে তানজিদ-জাকেরের বড় লাফ

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টানা দুটি জয়ের প্রভাব পড়েছে আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বিশেষ করে ব্যাটার তানজিদ হাসান ও জাকের আলি এবং অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানের।

বুধবার আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে তানজিদ হাসানের। বাঁহাতি এই ওপেনার ১৮ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে। তাঁর রেটিং ৫৫৭, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

তাওহিদ হৃদয়ও ২ ধাপ এগিয়ে কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন ৩৯ নম্বরে। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৫৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলা জাকের আলি এগিয়েছেন ১৮ ধাপ, ৫০৮ রেটিং নিয়ে এখন তিনি ৫৩ নম্বরে। এটিই তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ। তাঁর রেটিং পয়েন্ট এখন ৬৫৩, যা সমান ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে। ২০২১ সালের অক্টোবরের পর এই প্রথমবার আবার সেরা দশে ফিরলেন ‘দ্য ফিজ’। একই সিরিজে দুর্দান্ত বোলিং করে শেখ মেহেদি হাসানও ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন।

এদিকে তানজিম হাসানও বোলিং র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে এখন ৩৭তম, ভারতের কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরে ৩ উইকেট নেওয়া শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৪৩ নম্বরে। আর তাসকিন আহমেদ ১ ধাপ এগিয়ে ২৭তম এবং রিশাদ হোসেন ৩ ধাপ পিছিয়ে এখন আছেন ২০ নম্বরে।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।

আরও পড়ুন

Lading . . .