Advertisement
  • হোম
  • খেলা
  • ওভালে বাজিমাতের পর ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সির...

ওভালে বাজিমাতের পর ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সিরাজ

কালবেলা

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

মোহাম্মদ সিরাজ। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সিরাজ। ছবি : সংগৃহীত

ওভাল টেস্টে ৯ উইকেট নিয়ে ভারতকে এক জাদুকরী জয় এনে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কারও পেলেন ভারতীয় পেসার—আইসিসি টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১২ ধাপ উঠে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ ২-২ তে ড্র করে ভারত। সেই ম্যাচে প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট তুলে নেন সিরাজ। ইংলিশদের ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে যখন ৩৬৭ রানে অলআউট হলো, শেষ উইকেটটিও এসেছিল সিরাজের হাত ধরে—আউট করেন গাস অ্যাটকিনসনকে। ম্যাচসেরা হওয়ার পাশাপাশি নতুন র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ১৫ নম্বরে, আর তার আগের সেরা ছিল ১৬ (জানুয়ারি ২০২৪)।

ভারতের আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, যিনি ওভালে ৮ উইকেট শিকার করেছিলেন, তিনিও ক্যারিয়ার সেরা ৫৯তম অবস্থানে উঠেছেন। অন্যদিকে, জাসপ্রীত বুমরাহ যিনি শেষ টেস্টে বিশ্রামে ছিলেন, তিনিই এখনো শীর্ষ বোলার হিসেবে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে (৮৮৯ পয়েন্ট) অবস্থান করছেন।

শুভমান গিল এই সিরিজে ১০ ইনিংসে ৭৫৪ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। তবে, শেষ টেস্টে মাত্র ৩২ রান করায় তিনি চার ধাপ পিছিয়ে ব্যাটসম্যানদের তালিকায় এখন ১৩ নম্বরে। তিনি এবার ইতিহাস গড়েছেন—একটি টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রান, আর সার্বিকভাবে ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় সর্বোচ্চ।

যদিও গিল টপ-১০ থেকে ছিটকে গেছেন, যশস্বী জয়সওয়াল নিজের জায়গা আবার করে নিয়েছেন। ওভালে তার দ্বিতীয় সেঞ্চুরির সুবাদে তিন ধাপ এগিয়ে তিনি এখন পাঁচ নম্বরে (৭৯২ পয়েন্ট)। ঋষভ পন্ত যদিও চোটের কারণে শেষ টেস্ট খেলতে পারেননি, তবুও ব্যাটসম্যানদের তালিকায় এখনও অষ্টম স্থানে আছেন।

ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট টানা তিন টেস্টে শতরান করে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিজের জায়গা আরও মজবুত করেছেন। আর হারি ব্রুক, যিনি ওভালে ৯৮ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, তিনিও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

Lading . . .