প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দলে জায়গা না পাওয়ার অভিমানে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। ইংলিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ সপ্তাহখানেক আগেই। এর মধ্যে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় কাটান এ ইতালিয়ান গোলকিপার। অবশেষে বৃহস্পতিবার পুরোটা সময় কাটান নতুন ঠিকানায়। প্রিমিয়ার লীগে খেলার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দোন্নারুম্মা জানিয়ে রাখলেন, সিটির হয়ে অনেক ট্রফি জিততে ও ইতিহাস গড়তে চান তিনি।
পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি থাকলেও, তার আগেই ফরাসি জায়ান্টদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন দোন্নারুম্মা। নতুন মৌসুমে তার ওপর নাকি আর আস্থা রাখতে পারছেন না প্যারিসিয়ানদের কোচ লুইস এনরিকে। বলা চলে, সে দুঃখ থেকেই পাঁচ বছরের চুক্তিতে ম্যান সিটিতে পাড়ি জমান ২৬ বছর বয়সী দোন্নারুম্মা। পেপ গার্দিওলার দলে গিয়ে এ ইতালিয়ান গোলকিপার জানান, প্রিমিয়ার লীগে খেলতে আর তর সইছে না তার। দোন্নারুম্মা বলেন, ‘এটি আমার জীবন ও ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লীগে খেলতে পারা আমার জন্য অনেক আবেগের বিষয়। এ চ্যালেঞ্জের জন্য আমি পুরোপুরি প্রস্তুত।’ ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় খেলার স্বপ্নের কথা উল্লেখ করে দোন্নারুম্মা বলেন, ‘প্রিমিয়ার লীগে খেলার স্বপ্ন আমি সবসময় দেখেছি, কারণ এটি বিশ্বের সেরা লীগ।
একজন ফুটবলারের জন্য প্রিমিয়ার লীগে কিছু অর্জন করা মানে সবচেয়ে বড় সাফল্য। তাই এখানে আসতে পেরে আমি খুবই খুশি।’ নিজের আকাঙ্ক্ষা জানিয়ে সিটির গোলপোস্টের নিচের এ নতুন মুখ বলেন, ‘যে ক্লাব আমাকে দলে নিতে এত কিছু করেছে, তাদের হয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছি, তাদের ভরসার প্রতিদান যেন দিতে পারি। ক্যারিয়ারে অনেক কিছুই জিতেছি, সবকিছুর জন্য আগের সব ক্লাবের প্রতি কৃতজ্ঞ থাকব। এখন আমার পুরোপুরি মনোযোগ এখানে ইতিহাস গড়ার এবং এ শহর ও ক্লাবের প্রতীক হয়ে ওঠায়। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমর্থকদের গর্বিত করা ও অনেক ট্রফি জেতা।’
শেষ মৌসুমে পিএসজি কোচ লুইস এনরিকে ও তার দলের চাহিদা অনেকটাই পূরণ করেন দোন্নারুম্মা। ফরাসি জায়ান্টদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লীগ জয়ের মিশনে দুর্দান্ত পারফর্মেন্স করেন তিনি। নকআউট পর্বে লিভারপুল, অ্যাস্টন ভিলা, আর্সেনালের মতো শীর্ষ পর্যায়ের দলগুলোর বিপক্ষে জয়ে রাখেন বড় ভূমিকা। দারুণ অবদান রাখেন ঘরোয়া প্রতিযোগিতাগুলোতেও। তবে নতুন মৌসুমের আগেই আরেক ফরাসি ক্লাব লিল থেকে ২৩ বছর বয়সী গোলকিপার লুকাস শেভালিয়ারকে দলে ভেড়ায় পিএসজি। মূলত এর পরেই দোন্নারুম্মার সেখানে জায়গা হারানোর বিষয়টি নিশ্চিত হয়ে যায়।
আরও পড়ুন