Advertisement
  • হোম
  • খেলা
  • বড় ভাই ইউসুফের পর এবার কি রাজনীতিতে আসছেন ইরফানও?

বড় ভাই ইউসুফের পর এবার কি রাজনীতিতে আসছেন ইরফানও?

নয়াদিগন্ত

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

পাঠান ভ্রাতৃদ্বয় |সংগৃহীত
পাঠান ভ্রাতৃদ্বয় |সংগৃহীত

তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আগেই সংসদ সদস্য হয়েছেন বড় ভাই ইউসুফ পাঠান। এবার তার দেখানো পথেই রাজনীতিতে আসতে চলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। এরই মধ্যে বেশ কয়েকবার এই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। এবার এক সাক্ষাৎকারে এসে এ প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার।

সোমবার (১৮ আগস্ট) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফানের দিকে ছুড়ে দেয়া হয় এই প্রশ্ন- এবার কি আপনি রাজনীতির ময়দানে নেমে পড়ছেন? মজার ছলে ইরফানের জবাব ছিল, ‘আপনার কী মনে হয়? আমার রাজনীতিতে আসা উচিত?’

এ সময় রাজনীতিতে যোগ দেয়ার বিষয়টি একেবারে উড়িয়ে দেননি ভারতীয় তারকা অলরাউন্ডার। তিনি আরো বলেন, ‘আমার জীবনে আমি যাই করি না কেন, তার মাধ্যমে আমি একটা পার্থক্য গড়তে চাই। এখন হোক বা ভবিষ্যতে, আমার কাজের মাধ্যমে পার্থক্য তৈরি হওয়া উচিত। যদি আমি পার্থক্য গড়তে না পারি, তাহলে আমি কোনো কাজ করব না।’

মানে ইরফানের এই কথায় বোঝা যায় যে, রাজনীতি নিয়ে আপত্তি নেই তার। তবে রাজনীতির মাধ্যমে তিনি কাজ করার সুযোগ না পেলে হয়তো নতুন ইনিংস শুরু করবেন না।

উল্লেখ্য, ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইউসুফ পাঠান। বিশ্বজয়ের পর শচীন টেন্ডুলকারকে কাঁধে চড়িয়ে তার মাঠ প্রদক্ষিণের ছবি অমর হয়ে রয়েছে। তবে ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর সম্প্রতি রাজনীতির মাঠে পা রেখেছেন ইউসুফ।

লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে সেখানকার হেভিওয়েট কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকে হারিয়ে সকলকে চমকে দেন তিনি। সংসদ সদস্য হওয়ার পর সংসদ কক্ষেও নিয়মিত উপস্থিত থাকতে দেখা যাচ্ছে ইউসুফকে।

সোশাল মিডিয়ায় বহরমপুরবাসীকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে অনেক সময়ই তার সাথে দেখা যায় তার ভাই ইরফানকেও। সেখান থেকেই মূলত ভক্তদের মনে প্রশ্ন- এবার কি তাহলে বড় ভাইয়ের অনুসরণ করবেন ইরফান? সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন ছোট ভাই ইরফান।

Lading . . .