Advertisement
  • হোম
  • খেলা
  • বাদ পড়ার শঙ্কা, এবার ‘এ’ দলের হয়ে খেলবেন রোহিত!

বাদ পড়ার শঙ্কা, এবার ‘এ’ দলের হয়ে খেলবেন রোহিত!

নয়াদিগন্ত

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

ভারতীয় ক্রিকেটমহলে আলোচনা চলছে- রোহিত শর্মার ক্রিকেট ক্যারিয়ার শেষ |সংগৃহীত
ভারতীয় ক্রিকেটমহলে আলোচনা চলছে- রোহিত শর্মার ক্রিকেট ক্যারিয়ার শেষ |সংগৃহীত

ভারতীয় ক্রিকেটমহলে আলোচনা চলছে, তার ক্রিকেট ক্যারিয়ার শেষ। তার উত্তরসূরি কে হবেন সেই নিয়ে চলছে জোর আলোচনা। কিন্তু তিনি মোটেই হাল ছাড়তে রাজি নন। তাই এবার জুনিয়র দলের হয়ে বেসরকারি ম্যাচে অংশ নিতে পারেন রোহিত শর্মা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের স্কোয়াডে যাতে সহজভাবেই থাকতে পারেন সেজন্য তার আগে অনুষ্ঠেয় ভারতীয় ‘এ’ দলের অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেন রোহিত।

ভারতের ‘এ’ দল ৩০ সেপ্টেম্বর, এবং ৩ ও ৫ অক্টোবর তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে। ওই সিরিজে খেলেই পরের জাতীয় দলের সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন চাচ্ছেন সাবেক ভারতীয় অধিনায়ক।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশের জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলা ছেড়ে দিয়েছেন রোহিত। টেস্ট ক্রিকেটে তার দুঃসহ ফর্ম চলছিল মাঝে। যার পর একপ্রকার বাধ্য হয়েই তাকে অবসর নিতে হয়।

কারণ, ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ নিজে টেস্ট থেকে অবসর না নিলে তাকে বাদ দিয়ে দেয়া হতো। রোহিত এখন মাত্র একটা ফরম্যাটেই খেলেন, সেটি হলো- ওয়ানডে। কিন্তু পরিস্থিতি যা, তাতে ক্রিকেটমহলের একাংশের মনে হচ্ছে, অবসর না নিলে ওয়ানডে থেকেও রোহিতকে বাদ দিতে দ্বিধা করবে না তার দেশ।

Lading . . .