Advertisement
  • হোম
  • খেলা
  • অস্ট্রেলিয়ায় সান্ত্বনার জয়ও পেলেন না

অস্ট্রেলিয়ায় সান্ত্বনার জয়ও পেলেন না

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

অস্ট্রেলিয়ায় সান্ত্বনার জয়ও পেলেন না
অস্ট্রেলিয়ায় সান্ত্বনার জয়ও পেলেন না

জিশান আলমের ফিফটি ও আফিফের ঝোড়ো ৪৯ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু ম্যাকেঞ্জি হার্ভির অসাধারণ সেঞ্চুরির কাছে সব ম্লান হয়ে গেল। প্রায় একার প্রচেষ্টায় নিজের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমিকে জেতালেন এই ওপেনার।

এই টুর্নামেন্টের গত আসরের ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু এবার সেমিফাইনালেই উঠতে পারেনি তারা। আজ জিতলেই সেটি নিশ্চিত হতো না, তবে সান্ত্বনার জয় পেলে কিছুটা স্বস্তি নিয়ে ফিরতে পারতো তারা। কিন্তু সেটিও হলো না।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে আজ আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান করেছিলেন সোহানরা। জবাবে ১১ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় স্ট্রাইকার্স অ্যাকাডেমি।

১৭৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১২.৪ ওভারে দলীয় ১২৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়ান দলটি। ওপেনার হার্ভে শুরু থেকে রান তোলার দায়িত্ব সামলান। আর ৩৫ বলে ৩৫ রান করেন জেক উইন্টার। এরপর ১৯ রান তুলতে আরও দুই উইকেট হারায় তারা। কিন্তু হার্ভিকে থামানো যায়নি। শেষ পর্যন্ত ৫৩ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন হার্ভি। ১৪ বলে ২৫ রান করে শেষ পর্যন্ত ছিলেন হ্যারি মানেন্টি।

বল হাতে বাংলাদেশ ‘এ’ দলের সাইফ হাসান পেয়েছেন ২ উইকেট, তবে মাত্র ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন তিনি।

এর আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ব্যাট হাতে জিশান ও আফিফ ছাড়া বলার মতো রান করেছেন কেবল ইয়াসির আলি (১৫ বলে ২৫ রান)। ৪ উইকেটের তিনটিই নিয়েছেন হান্নো জ্যাকবস।

এমএইচএম

আরও পড়ুন

Lading . . .