বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে মেসির নামার গুঞ্জন!
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফুটবল দুনিয়া আবারও সরগরম অদ্ভুত এক গুঞ্জনে! ক্লাব ক্যারিয়ারের সোনালি সময় কাটানো বার্সেলোনা ঘিরেই আবার নতুন আলোচনায় ফুটবল মহাতারকা লিওনেল মেসির নাম। তবে ফুটবলার হিসেবে নয়, শোনা যাচ্ছে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মেসি নেমে পড়তে পারেন বা অন্তত কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানাতে পারেন। এ নিয়ে কাতালুনিয়ায় শুরু হয়েছে তুমুল গুঞ্জন। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা এসইআরের দাবি, লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো এরই মধ্যে মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
বার্সেলোনার ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সভাপতি থাকার রেকর্ড লাপোর্তার। চলতি মেয়াদ শেষে তিনি চতুর্থ দফায়ও প্রার্থী হতে যাচ্ছেন। তবে পরিস্থিতি একেবারেই নিশ্চিন্ত নয়। কারণ ২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিলেও আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি বাতিল করেন লাপোর্তা। বাধ্য হয়ে মেসি পিএসজিতে যোগ দেন। মেসি ও তার পরিবার তখন বিষয়টিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন। সেই ক্ষোভ এখনো রয়ে গেছে।
বার্সার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। তাই তিনি যদি ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেন, তবে ভোটে বড় ধরনের প্রভাব পড়তে পারে। নির্বাচনের বছর ঘনিয়ে আসায় লাপোর্তার জন্য এটি এক ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে মেসি আসলেই প্রকাশ্যে কোনো প্রার্থীর পাশে দাঁড়াবেন কি না, সেটি এখনো অনিশ্চিত। আপাতত তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলে যাচ্ছেন, কিন্তু ক্যাম্প ন্যুর রাজনীতিতে তার প্রভাব যে এখনো প্রবল, তা নিয়ে সন্দেহ নেই।