Advertisement
  • হোম
  • খেলা
  • জাতীয় লীগে খেলবেন তামিম-মুশফিক-রিয়াদ

জাতীয় লীগে খেলবেন তামিম-মুশফিক-রিয়াদ

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

গেল বছর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো হওয়া এই টুর্নামেন্টে বেশ কিছু ইতিবাচক দিক উঠে এসেছে। তার প্রেক্ষাপটেই এবার বিপিএলের খেলোয়াড় ড্রাফটের আগে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। আগামী মাসেই পর্দা উঠতে যাওয়া এই টুর্নামেন্টে এবার তামিম ইকবালের সঙ্গে, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদও খেলবেন। এছাড়া গতবারের চেয়ে বাড়ছে ক্রিকেটারদের ম্যাচ ফিও ।
গতকাল এনসিএল টি-টোয়েন্টির আসন্ন আসর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেখানে তিনি মুশফিক-তামিমদের খেলার কথা নিশ্চিত করেন। এর আগে অবশ্য গত আসরে কয়েকটি ম্যাচ খেলেছিলেন তামিম। তবে মুশফিক-রিয়াদ এবার প্রথম খেলবেন এই টুর্নামেন্ট।

আকরাম বলেন, ‘আশা করছি তিনজনই খেলবে। তামিম চিটাগংয়ের সঙ্গে কথা বলেছে, মুশফিক সম্ভবত নির্বাচকদের অনুরোধ করেছে সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ কোনো কিছু সিলেক্টরদের বলে নাই, তবে ও খেলব। খেলা উচিত।’

গতবার পুরো আসরটিই হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবার ভেন্যুর সংখ্যা বাড়াচ্ছে বিসিবি, যুক্ত হচ্ছে বগুড়া ও রাজশাহী। আকরাম খান এ প্রসঙ্গে বলেন, ‘একই জায়গায় দুটি মাঠ দরকার। আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়া, রাজশাহী এবং সিলেট। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটটা সারা বাংলাদেশে হোক, ছড়িয়ে পড়ুক। রাজশাহীতে প্রচুর ক্রিকেট ফ্যান আছে। সিলেটে ডে নাইটের কথা মাথায় আছে, সেমিফাইনাল, ফাইনাল। আমরা প্রথমে এমএ আজিজের কথা চিন্তা করেছিলাম। এমএ আজিজে ওরকম উইকেট হয়তো পাবো না। এজন্য বাতিল করেছি। আমরা ভালো উইকেটে খেলাতে চাই, টি টোয়েন্টিতে যেন রান হয়। সে জিনিসটা আমাদের মাথায় আছে এবং সব ফ্যাসেলেটিজ আমরা ভালো দিতে চাই।’ এছাড়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনছে বিসিবি। ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ছে। আকরাম বলেন, ‘গতবার আমাদের ম্যাচ ফি ছিল ২৫ হাজার। এবার ৪০ হাজার করেছি। আমরা ফাইনাল সেমিফাইনাল সিলেটে করবো। পার ডে দুটি ম্যাচ। একটা বগুড়া, একটা রাজশাহীতে।’

এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন আকরাম
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার ভালো সম্ভাবনা দেখছেন আকরাম খান। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে কেউ কিছু বলতে পারে না। যে ভালো খেলবে সে জিতবে এবং এক-দুইটা ওভারে কিন্তু বদলে যায়। আমার কাছে মনে হচ্ছে, আমাদের খুব ভালো একটা সম্ভাবনা আছে। যেহেতু আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। যদি আমরা ঠিকঠাক ক্রিকেট খেলি-আমরা খেলোয়াড়রা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো করব।’ তিনি আরও বলেন, ‘১০০% (চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ)। আপনি যদি ফাইনাল যদি খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না? বিশ্বাসটা আছে, শতভাগ আছে। টি-টোয়েন্টিতে মনে করবেন না না অতি আত্মবিশ্বাসী। যদি আপনার ঠিকঠাক ক্রিকেট আমরা যদি খেলি।’

আরও পড়ুন

Lading . . .