Advertisement
  • হোম
  • খেলা
  • এবার ছোটদেরও পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড

এবার ছোটদেরও পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড

মানবজমিন

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

24obnd

বড় শটে উন্নতি করতে হিটিং দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসে বাংলাদেশে এসেই সে লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন এ সেক্টরে সেরা কোচদের একজন জুলিয়ান উড। আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও লম্বা সময় কাজ করেছেন এ ইংলিশ কোচ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে উপস্থিত ছিলেন যুবা দলের সব ব্যাটাররা। অনুশীলনে নিজেদের কীভাবে আরও ঝালিয়ে নেয়া যায়, সে চেষ্টায় কাজ করেছেন সবাই। আগামীকালও ফের অনুশীলন করবেন জুনিয়র টাইগাররা।

এশিয়া কাপের আগে দলের পাওয়ার হিটিংয়ের দুর্বলতা কাটাতে মাত্র ২৮ দিনের চুক্তিতে বাংলাদেশে এসেছেন উড। তার আগে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এদিকে, চলতি মাসের ৩১ আগস্ট ইংল্যান্ডে ১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। আগামী ৫ই সেপ্টেম্বর শুরু হবে সিরিজ।

আরও পড়ুন

Lading . . .