প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

জেন-জি প্রজন্মের বিক্ষোভে উত্তাল রাজধানী কাঠমান্ডুসহ গোটা দেশ। এ যেন জুলাই বিপ্লবের পুনরাবৃত্তি। এমন উত্তাল যেখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানে হিমশিম খেতে হচ্ছে নেপাল পুলিশকে। সেখানে দশরথ রঙ্গশালায় ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করা কার্যত অসম্ভব। তাই বাধ্য হয়েই ম্যাচটি বাতিল করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। পরিবর্তিত এই পরিস্থিতিতে ফুটবল দলকে নির্ধারিত সময়ের আগেই নিরাপদে দলকে দেশে ফিরে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বুধবার বিকেল চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার কথা জাতীয় দলের। খেলা যেহেতু হচ্ছে না, তাই কাঠমান্ডুর ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে অবস্থানরত বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান আগেভাগেই দেশে ফেরার ব্যবস্থা করার তাগিদ দেন বাফুফের শীর্ষ কর্তাদের। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান আমের খান। বিষয়টি নিশ্চিত করে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, এরমধ্যে বিমানের সঙ্গে যোগাযোগ হয়েছে। সবার টিকিট এগিয়ে আনা হয়েছে। মঙ্গলবার বিকাল চারটার ফ্লাইটে দল ঢাকা ফিরবে বলে আশা করছি।
আরও পড়ুন