প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

রান তাড়ায় দারুণ শুরু বাংলাদেশের। প্রথম ওভার থেকেই শুরু হয় আক্রমণ, যা ধরে রাখে পরের ওভারগুলোতেও। সুবাদে পাওয়ার প্লেতে এসেছে ৫৭ রান। হারাতে হয়েছে পারভেজ ইমনের উইকেট।
অবশ্য আক্রমণের শুরুটা করেন ইমনই। প্রথম তিন বলেই হাঁকান দুই বাউন্ডারি আর ছক্কা। তবে নিজের ইনিংস বড় করতে পারেননি, তৃতীয় ওভারে ফেরেন আরিয়ান দত্তের বলে ৯ বলে ১৫ করে।
এরপর হাল ধরেন তিনে নামা লিটন দাস। বাংলাদেশ অধিনায়কও শুরু থেকেই ছিলেন আগ্রাসী। তানজিদ তামিমের সাথে জমে উঠে তার জুটি। দু’জনেই থিতু হয়ে গেছেন, রান করছেন অনায়াসে।
৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এখন ১ উইকেটে ৯২ রান। ২৩ বলে ২৯ রানে ব্যাট করছেন তামিম। লিটন দাস অপরাজিত আছেন ২২ বলে ৪৪ রানে। জয়ের জন্য আর চাই ৬৬ বলে ৪৫ রান।
এর আগে সিলেটে টসে হেরে আগে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের তোপে পড়ে নেদারল্যান্ডস। ফলে ৮ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি তারা। তাসকিন একাই নেন ৪ উইকেট।
আরও পড়ুন