ডার্বির দিন ইউনাইটেডের জার্সি পরায় চাকরি গেলো সিটি কর্মীর
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে দাপুটে ফুটবল খেলে সিটি। ঘরের মাঠে ৩-০ গোলে জয় তুলে নেয় সিটিজেনরা। তবে ইত্তিহাদ স্টেডিয়ামে আরেকটি ঘটনা ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যেম। ডার্বির দিন স্টেডিয়ামের পানশালায় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে কাজ করছিলেন এক কর্মী। সেই দায়ে শেষপর্যন্ত চাকরিই চলে গেছে সেই রেড ডেভিল ভক্তের।
বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, পানশালার সেই কর্মীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে আপলোড করেন স্টুয়ার্ট নামের এক সিটি ভক্ত। ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘(ম্যানচেস্টার) ডার্বিতে ৩১৫ ব্লকের এক কর্মচারীকে ইউনাইটেডের জার্সি পরতে দেয়া হয়েছে, এটি হাস্যকর।’ ছবিটিতে দেখা যায়, কালো জ্যাকেটের ভেতর ইউনাইটেডের জার্সি গায়ে জড়িয়ে সেই ব্যক্তি গ্রাহকদের জন্য বিয়ার ঢালছেন। রেড ডেভিলদের জার্সিটি ২০১৮-১৯ মৌসুমের, কালো রঙের অ্যাওয়ে জার্সি। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সে পোস্ট, শুরু হয় আলোচনা-সমালোচনা। অভিযোগটি দ্রুতই পৌঁছে যায় ম্যান সিটির ইত্তিহাদ কতৃপক্ষের কাছে এবং পরে তারা জানায়, সেই ব্যক্তিকে তার কাজ থেকে অব্যহতি দেয়া হয়েছে। পোস্ট করা সেই সিটি ভক্তের পোস্টেই রিপ্লে দিয়ে সিটির অফিশিয়াল ফ্যান সাপোর্ট এক্স হ্যান্ডেল লেখে, ‘আমাদের এ বিষয়ে জানানোর জন্য ধন্যবাদ। আমরা নিশ্চিত করছি যে, তাকে তার জায়গা থেকে সরিয়ে দেয়া হয়েছে।’
তবে ম্যানচেস্টার সিটির এমন সিদ্ধান্তে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে ক্লাবটিকে। অনেকে এমন কঠিন সিদ্ধান্তের জন্য কড়া সমালোচনা করে ইংলিশ ক্লাবটির। কেউ কেউ তো আবার অন্যদিকে আঙুল তুললেন, ‘কারও এমন জার্সি পরে আসাটা কীভাবে চিন্তার বিষয় হয়? একেকটা সসেজ রোলের দাম ৪ পাউন্ড। এটিই আসলে অন্যায়।’ আরেকজন মন্তব্য করেন, ‘ডার্বির দিন হয়তো মজা করার জন্য বা চ্যালেঞ্জ হিসেবে জার্সিটি গায়ে চাপিয়েছে। তাতে চাকরি চলে যাবে? আজব ক্লাব!’
আরও পড়ুন