তাসকিনের তোপে ১৩৬ রানেই আটকা পড়েছে নেদারল্যান্ডস
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

তাসকিন আহমেদের তোপের মুখে বড় পুঁজি গড়া হলো না নেদারল্যান্ডসের। শুক্রবার সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে ১৩৬ রানেই থেমেছে ডাচদের ইনিংস। তাসকিন নিয়েছেন ৪ উইকেট।
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। অন্যদিকে ১১ বছর পর বাংলাদেশের মাটিতে খেলতে নেমেছে ডাচরা। সর্বশেষ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে এ দেশে এসেছিল তারা।
১১ বছর পর বাংলাদেশে খেলতে নেমে সাহসী শুরু করে নেদারল্যান্ডস। সহজ করে বললে ভালো শুরু এনে দেন ম্যাক্স ও’ডাউড। তবে ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই তাকে ফেরান তাসকিন আহমেদ।
ফেরার আগে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন ম্যাক্স। তিনি ফেরার পর কমে এসেছে রানের গতি। বিক্রমজিৎ ও তেজা নিদামানুরু দেখে-শুনে খেলতে থাকেন। পাওয়ার প্লেতে আসে ৩৪ রান।
এরপর ৭.১ ওভারে ফের আঘাত আনেন তাসকিন। এবার তার শিকার বিক্রমজি (১১ বলে ৪)। ৩৮ রানে পতন হয় ২য় উইকেটের।
এদিকে ২০২১ সালের প্রথমবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেন সাইফ হাসান। বল হাতে নিয়ে প্রথম ওভারেই পেয়েছেন জোড়া উইকেট।
ইনিংসের ১০ম ওভারে বোলিংয়ে এসে চতুর্থ বলেই স্কট এডওয়ার্ডসের উইকেট তুলে নেন সাইফ। উইকেটের পেছনে জাকের আলীর ক্যাচ হয়েছেন ডাচ অধিনায়ক। ফেরেন ৭ বলে ১২ রানে।
ছয় ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে যা সাইফের প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটিও পেতে দেরি হয়নি সাইফের। পরের বল ওয়াইড দিলেও পঞ্চম বলে আবারো তুলে নিয়েছেন উইকেট।
এবার ডিপ মিডউইকেটে তাওহিদ হৃদয়ে ক্যাচ হয়েছেন থিতু হয়ে যাওয়া তেকা নিদামানুরু। ফেরার আগে ২৬ বলে ২৬ রান করেন তিনি। ১০ ওভার শেষে ডাচদের স্কোর দাঁড়ায় ৬৪/৪।
এরপর শাহরিজ আহমেদ হাল ধরার চেষ্টা করলেও থিতু হতে দেননি মোস্তাফিজ। ১৪ বলে ১৫ করে আউট হয়েছেন তিনি। ডাচদের সংগ্রহ দাঁড়ায় ১৩ ওভারে ৫ উইকেটে ৮৭।
এরপর আবারো দৃশ্যপটে আসেন তাসকিন আহমেদ। নিজের তৃতীয় ওভারে এসে ফিরিয়েছেন কাইল ক্লেইনককে (১২ বলে ৯)। এরপর শেষ ওভারে এসে নোহা ক্রোসকেও ফেরান তিনি।
সব মিলিয়ে ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন তাসকিন। তাসকিনের ওভার শেষ হলে কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠে ডাচরা। অষ্টম উইকেটে তারা যোগ করে ১৫ বলে ২৭ রান।
শেষ ওভারে ১২ রান দিয়েছেন শরীফুল ইসলাম। তবে শেষ বলে রানআউটে উইকেট খোয়ানো ডাচরা ৮ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি।
আরও পড়ুন