Advertisement
  • হোম
  • খেলা
  • এশিয়া কাপের আগে নতুন স্পনসর খুঁজছে ভারত

এশিয়া কাপের আগে নতুন স্পনসর খুঁজছে ভারত

মানবজমিন

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

24obnd

শেষপর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। কিছুদিন আগেই নতুন অনলাইন গেমিং বিল পাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন আইনে অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয়, এমন সব ধরণের অ্যাপকে নিষিদ্ধ করেছে দেশটি। এ কারণেই সরে দাঁড়াতে হলো ভারত ক্রিকেট দলের প্রধান স্পনসর ‘ড্রিম ১১’-কে। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবর, ইতিমধ্যে এ জায়গা নিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা করেছে দু’টি সংস্থা।

একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে টয়োটা মোটর কর্পোরেশন ও ফিনটেক স্টার্ট আপ। বোর্ডের সঙ্গে কথাও বলেছে তারা। তবে এখনও দরদাম হাঁকেনি বোর্ড। প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপের আগেই প্রধান স্পনসর পাওয়ার সম্ভাবনা কম হলেও তা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা, কোনো স্পনসর না থাকলে ভারতীয় দলের জার্সিতে কারও নাম থাকবে না। সেটি ভারতীয় ক্রিকেটের পক্ষে ভাল বিজ্ঞাপন নয়। তাই এশিয়া কাপের আগেও চুক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ইতিমধ্যে ‘ড্রিম ১১’ লেখা জার্সি তৈরিও হয়ে গেছিল। বিসিসিআই বা ‘ড্রিম ১১’ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, জানা গেছে ইতিমধ্যে নিজেদের সরে যাওয়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছে অ্যাপটি।

এ খবর দেয় ইন্ডিয়ান এক্সপ্রেস। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিতে বলেন, “‘ড্রিম ১১’-এর প্রতিনিধিরা ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসে এসেছিলেন। বোর্ডের সিইও হেমঙ্গ আমিনের সঙ্গে তারা দেখা করে জানিয়েছেন, ‘ড্রিম ১১’ আর স্পনসর হিসেবে থাকতে পারবে না । ফলে এশিয়া কাপে দলের কোনো প্রধান স্পনসর থাকবে না। খুব তাড়াতাড়ি বোর্ড নতুন স্পনসরের জন্য দরপত্র হাঁকবে।” বোর্ডের আরেকজন কর্মকর্তা জানান, মাঝপথে চুক্তি ভঙ্গের কারণে ‘ড্রিম ১১’-কে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। কারণ, বোর্ডের সঙ্গে যখন তাদের চুক্তিপত্রে লেখা ছিল, যদি সরকারের কোনো নীতির কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তা হলে তারা চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।

২০২৩-এর জুলাইয়ে বিসিসিআইয়ের সঙ্গে ‘ড্রিম ১১’-এর চুক্তি হয় ৩ বছরের। বোর্ডের সঙ্গে এ চুক্তি সম্পন্ন হয় ৩৫৮ কোটি টাকায়। এদিকে ভারতীয় বোর্ডের হাতে সময় খুব বেশি নেই। এশিয়া কাপের পর্দা উঠছে আগামী ৯ই সেপ্টেম্বর।

আরও পড়ুন

Lading . . .