Advertisement
  • হোম
  • খেলা
  • বিশ্বকাপ ফাইনালের পর মেসিদের সঙ্গে রিম্যাচ প্রস্তা...

বিশ্বকাপ ফাইনালের পর মেসিদের সঙ্গে রিম্যাচ প্রস্তাব, রাজি হননি এমবাপ্পে

কালবেলা

প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনাল ফুটবল ইতিহাসে অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ হিসেবে স্মরণীয়। ১৮ ডিসেম্বর লুসাইলে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ফাইনালটি এখনও ফুটবল ভক্তদের চোখে ভাসে। ফ্রান্সের হয়ে ম্যাচে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু পেনাল্টি শুটআউটে শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা, যা আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ শূন্যপূরণ ঘটায়।

ম্যাচের পর ফরাসি ফুটবল ফেডারেশন ২০২৪ সালের মার্চে একটি রিম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল, যা ইউরোপের বাইরে হওয়ার কথা ছিল এবং দীর্ঘ বিমানযাত্রা করার লাগত ফুটবলারদের। তবে ফরাসি অধিনায়ক এমবাপ্পে স্পষ্টভাবে জানন, এটি একটি ভালো সিদ্ধান্ত হবে না। দলের নিকট সূত্রে জানা গেছে, এমবাপ্পে বারবার ফরাসি ফুটবল সভাপতিকে (ফিলিপ ডিয়াল্লো) বিষয়টি ব্যাখ্যা করেছেন। মূল কারণ ছিল দীর্ঘ যাত্রার ঝুঁকি এবং মরসুমের ওই সময়ে শারীরিক চাপ।

ফেডারেশনও এমবাপ্পের বক্তব্য বিবেচনা করে রিম্যাচের পরিকল্পনা বাতিল করে। এই সিদ্ধান্তের ফলে ফুটবল ভক্তরা মহাকাব্যিক সেই ম্যাচের রিম্যাচ দেখা থেকে বঞ্চিত হয় তবে ফুটবলারদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে সিদ্ধান্তটিকে সঠিক বলেই মনে করা যায়।

Lading . . .