Advertisement
  • হোম
  • খেলা
  • ব্যর্থতার জন্য এবার বেতন কাটা যাবে বাবর-রিজওয়ানদের...

ব্যর্থতার জন্য এবার বেতন কাটা যাবে বাবর-রিজওয়ানদের!

কালবেলা

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

এভাবে চলতে থাকলে বেতন কাটা যাবে রিজওয়ান-বাবরদের। ছবি : সংগৃহীত
এভাবে চলতে থাকলে বেতন কাটা যাবে রিজওয়ান-বাবরদের। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে চলমান বাজে পারফরম্যান্সের কারণে এবার শঙ্কার মুখে পড়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানসহ সিনিয়র ক্রিকেটাররা। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের ব্যর্থতার প্রভাব এবার খেলোয়াড়দের বেতনে পড়তে পারে।

চলতি বছর পাকিস্তান তিনটি টেস্ট খেলেছে, যার মধ্যে মাত্র একটি ম্যাচে জয় এসেছে। ওয়ানডে ফরম্যাটে দল ১১ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিততে পেরেছে। টি-টোয়েন্টি ফরম্যাটেও সান্ত্বনা নেই- ১৪ ম্যাচের সাতটিতেই হেরেছে দল।

সাম্প্রতিক ওয়ানডে সিরিজে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে। বিশেষ করে শেষ ম্যাচে ২০২ রানের ব্যবধানে হারার ঘটনা পাকিস্তানের জন্য এক বড় অপমানজনক মুহূর্ত। শাই হোপ ১২০ রান করে সিরিজ জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন, আর জেডেন সিলস পাকিস্তানের শিকড় উড়িয়ে দিয়েছেন ছয় উইকেট নিয়ে।

ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত খেলোয়াড়রা আইসিসির আয়ের তিন শতাংশ অংশ পান। দুই বছর আগে সিনিয়র খেলোয়াড়দের চাপের কারণে বোর্ড এটিতে সম্মতি দিয়েছিল।

তবে বর্তমান বোর্ড মনে করছে, আগামী নতুন চুক্তিতে এই সুবিধা বাদ দেওয়া হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইনি জটিলতার কারণে চলতি চুক্তিতে পুরোপুরি বাদ দেওয়া যায়নি, কিন্তু নতুন চুক্তিতেই এটিকে অন্তর্ভুক্ত করার শেষ সুযোগ হবে।’

এই বছরে পাকিস্তানের সংক্ষিপ্ত পরিসংখ্যান

ফরম্যাট খেলা জয় হার
টেস্ট
ওয়ানডে ১১
টি-টোয়েন্টি ১৪

বর্তমান পরিস্থিতিতে কোচিং স্টাফের পাশাপাশি খেলোয়াড়রাও এখন বোর্ডের সিদ্ধান্তের দৃষ্টি আকর্ষণ করছেন। দলের পারফরম্যান্স উন্নত না হলে বাবর-রিজওয়ানদের বেতনেও প্রভাব পড়ার সম্ভাবনা বেশ প্রবলই বলা চলে।

Lading . . .