Advertisement

বড় হার বাংলাদেশের

মানবজমিন

প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫

24obnd

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের বাছাইয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করতে পারলেই মূল পর্ব নিশ্চিত ছিল বাংলাদেশের। শুরুর দিকে আগে গোল করে লিডও নেয় পিটার বাটলারের শিষ্যরা। তবে কোরিয়াকে প্রথমার্ধে আটকে রাখতে পারলেও বিরতির পর ধসে পড়ে সবকিছু। তাতেই বড় ব্যবধানে হার নিশ্চিত হয়েছে। দ্বিতীয়ার্ধের একচেটিয়া দাপটের মুখে ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ, শেষ ৩ মিনিটে হজম করতে ৩ গোল। সবমিলিয়ে এই ম্যাচ বাংলাদেশ ৬-১ গোলে ম্যাচ হেরেছে। এই হারে এখন গ্রুপ সেরা হয়ে মূল পর্ব নিশ্চিত হয়েছে দক্ষিণ কোরিয়ার। বাংলাদেশকে এখন অপেক্ষায় থাকতে হচ্ছে অন্য গ্রুপের ম্যাচের দিকে। আটটি গ্রুপ থেকে সেরা তিন রানার্সআপ সুযোগ পাবে মূল পর্বে খেলার।

শেষ মুহূর্তে স্বর্ণার দুর্দান্ত সেভে ১-১ সমতায় বিরতিতে বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-১ গোলের সমতায় বিরতিতে গেছে বাংলাদেশ। বিরতির বাঁশির একেবারেই শেষমুহূর্তে গোলকিপার স্বর্ণা রানী মন্ডলের দুর্দান্ত এক সেভে স্কোরলাইনে পরিবর্তন আসেনি।

প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ মূলপর্বের টিকিটের জন্য লড়ছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে স্রেফ হার এড়ালেই ইতিহাস গড়বে ফুটবলের জুনিয়র বাঘিনীরা। ম্যাচের পঞ্চদশ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় বাংলাদেশই। নিজেদের গোললাইন এরিয়া থেকে বল দেয়া-নেয়া করতে করতে প্রতিপক্ষের ডি বক্সের ভেতর ঢুকে যায় বাংলাদেশের মেয়েরা। শান্তির ছোট ক্রস প্রতিপক্ষ দলের গোলকিপার ফিরিয়ে দিলে ফাঁকায় বল পেয়ে যান তৃষ্ণা। সহজেই বল জালে জড়ান তিনি।

যদিও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। মিনিট চারেকের মধ্যেই সমতাসূচক গোলটি করে দক্ষিণ কোরিয়া। বিরতির যোগ করা সময়ে সতীর্থের রক্ষণচেরা পাস ধরে এগিয়ে যান এক কোরিয়ান খেলোয়াড়, সামনে শুধু গোলকিপার কৃষ্ণা। ডি বক্স থেকে অনেকটা এগিয়ে গিয়ে বাংলাদেশকে সে যাত্রায় বাঁচিয়ে দেন কৃষ্ণা। এর পরপরই বিরতির বাঁশি বাজান রেফারি।

আরও পড়ুন

Lading . . .