প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

দীর্ঘদিন ধরেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) গঠনতন্ত্র সংশোধনের বার্তা দিয়ে আসছিল ফিফা ও এএফসি। কিন্তু ভারতীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা থেকে প্রত্যাশিত সাড়া পাচ্ছিল না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তাই এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে ফিফা।
৩০ অক্টোবরের মধ্যে যদি গঠনতন্ত্র সংশোধন করা না হয়, তবে ভারত আবারও ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়বে এবং সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নির্বাসিত হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ আগস্ট তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফা ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে দ্রুত নির্বাচন আয়োজন করে এআইএফএফ এবং একটি কমিটি গঠন করে। তখনই সভাপতি হিসেবে দায়িত্ব নেন কল্যাণ চৌবে। সে সময় শর্ত ছিল— গঠনতন্ত্র সংশোধন করে পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছিল।
সর্বশেষ মঙ্গলবার দুই পৃষ্ঠার এক চিঠিতে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে কড়া বার্তা দিয়েছে ফিফা ও এএফসি। সেখানে বলা হয়েছে, ২০১৭ সালে সুপ্রিম কোর্ট গঠনতন্ত্র সংশোধনের নির্দেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। সুস্পষ্ট কাঠামোর অভাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাই গঠনতন্ত্র সংশোধন করে ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের অনুমোদন নিতে বলা হয়েছে।
এছাড়া ফিফা ও এএফসির আইন ও নিয়ম অনুযায়ীই গঠনতন্ত্র সংশোধন করতে হবে। চিঠিতে সতর্ক করা হয়েছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়টি নিয়েও। স্পষ্ট জানানো হয়েছে— কোনো সরকারি সংস্থা বা অন্য কোনো বাহ্যিক চাপ ছাড়াই এআইএফএফকে স্বাধীনভাবে পরিচালনা করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এআইএফএফের আগামী সাধারণ সভায় এই বিষয়টির নিষ্পত্তি করতে হবে। এর বাইরে গেলে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ফিফার নিষেধাজ্ঞায় পড়বে ভারতীয় ফুটবল। সে ক্ষেত্রে ভারত শুধু আন্তর্জাতিক ফুটবল নয়, ঘরোয়া প্রতিযোগিতা থেকেও নির্বাসিত হবে। এমন পরিস্থিতিতে নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচেও খেলতে আসতে পারবে না ভারত।
আরও পড়ুন