হিজাব পরায় মাঠেই অপদস্থ করা হয় উসমান খাজার মাকে
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

ইসলাম, মুসলমান ও মানবিক নানা ইস্যু নিয়ে বরাবরই উচ্চকণ্ঠ উসমান খাজা। তবে অজি এই ক্রিকেটারের মায়ের সাথেই ঘটেছে বর্ণবাদের ঘটনা। হিজাব পরে মাঠে যাওয়ায় গ্যালারিতে অপদস্ত হতে হয় তাকে।
শুক্রবার প্রকাশিত ‘এ ন্যাশনাল রেসপন্স টু ইসলামোফোবিয়া’ নামের একটি প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেন ওসমান খাজা নিজেই। জানান, সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতেই ঘটে এই ঘটনা।
জানান, তার মা ফোজিয়া তারিক এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্ট ম্যাচ দেখতে গিয়েছিলেন। তখন দুজন যুবক কেবল হিজাব পরার কারণে তাকে লক্ষ্য করে গালিগালাজ করে।
প্রতিবেদনে খাজা লেখেন, আজকের সমাজে ঘৃণা সর্বত্র ছড়িয়ে আছে। আর গত বছরের বক্সিং ডে টেস্টে আমার মা নিজেই তা অনুভব করেছেন। তিনি প্রায় সময় পরিবারের সাথে আমার খেলতে দেখতে আসেন। এটা সবসময় আমার জন্য আনন্দের মুহূর্ত। কিন্তু এবার দুজন যুবক তার পেছনে দাঁড়িয়ে দুই কানে অশ্লীল গালি দিতে শুরু করে, কেবলমাত্র হিজাব পরার কারণে। এই ঘটনায় মা ভীষণ ভয় পান এবং হতবাক হয়ে যান।
উসমান খাজা আরো বলেন, ‘নিরাপত্তাকর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে এবং অভিযুক্তদের আটক করে পুলিশ ডাকেন। তবে মা চাননি আর কোনো ব্যবস্থা নিতে বা বিষয়টি প্রকাশ করতে।’
তার মা কেন ব্যবস্থা নেননি তাও বলেন খাজা। তার ভাষায়, ‘আমার মায়ের আত্মা এত মহান যে তিনি বললেন, আমি এক ঘটনার জন্য এই ছেলেদের জীবনের ক্ষতি করতে চাই না।’
এরপর খাজা জানান, পরে এই ঘটনা অবগত হয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। কিন্তু মায়ের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে বিষয়টি সতীর্থদের কাছ থেকেও গোপন রেখেছিলেন।
আরও পড়ুন