প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

পুরনো ঘরে ফিরলেন জন মুনি। প্রায় ৬ বছর আগে বিদায় জানানো আফগানিস্তান দলে ফিরলেন সাবেক আইরিশ এই অলরাউন্ডার। ভূমিকাতে অবশ্য বদল আসেনি, ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
এশিয়া কাপকে সামনে রেখে নতুন ফিল্ডিং কোচ হিসেবে জন মুনিকে নিয়োগ দিলো আফগানিস্তান। এছাড়া ফিজিওথেরাপিস্ট হিসেবে শ্রীলঙ্কার নির্মালান থানাবালাসিঙ্গামকে নিয়োগ দিয়েছে এসিবি।
আরব আমিরাতে আসন্ন ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে দু’জনই এরই মাঝে আফগানিস্তানের চলমান প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন।
এর আগে ২০১৮ সালে প্রথম আফগানিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মুনি। সেবার ১ বছর কাজ করেন আইরিশ এই সাবেক অলরাউন্ডার। পরে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেন তিনি।
আর চলতি বছরের জানুয়ারিতে অস্থায়ী দায়িত্বে আইরিশ নারী দলের সাথে কাজ করেন মুনি। তবে এবার আবার ফিরলেন আফগান শিবিরে, রশিদ-নাবিদের দায়িত্বে।
খেলোয়াড়ি জীবনে ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত সময়ে আয়ারল্যান্ডের হয়ে ৬৪ ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মুনি। খেলেছেন তিনটা বিশ্বকাপও।
আরও পড়ুন