Advertisement

বিনামূল্যে ফেসবুক পোস্টে রিচ বাড়ানোর ৫ উপায়

কালবেলা

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বর্তমানে ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, বরং তথ্য প্রচার, ব্যবসা-বাণিজ্য, ব্র্যান্ডিং ও ব্যক্তিগত ভাবনা প্রকাশের অন্যতম প্ল্যাটফর্ম। ব্যক্তিগত প্রোফাইল থেকে শুরু করে পেজ- সবখানেই মানুষ প্রতিদিন নানা ধরনের কনটেন্ট শেয়ার করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক ব্যবহারকারী অভিযোগ করছেন, তাদের পোস্ট আগের মতো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। ফলোয়ার বা বন্ধুর সংখ্যা বাড়লেও লাইক-কমেন্ট বা শেয়ারের হার কমছে। ফলে হতাশা বাড়ছে কনটেন্ট নির্মাতা ও উদ্যোক্তাদের মধ্যে।

এই পরিস্থিতিতে অনেকে পেইড প্রোমোশনের মাধ্যমে রিচ বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু কেবল টাকা খরচ করলেই সমস্যার সমাধান হবে না বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে, সঠিক কৌশল জানা থাকলে কোনো খরচ ছাড়াই পোস্টের অর্গানিক রিচ বাড়ানো সম্ভব।

কেন কমে যাচ্ছে রিচ?

ফেসবুক মূলত ব্যবহারকারীদের আগ্রহ বোঝে এবং তার ভিত্তিতেই কনটেন্ট রিকমেন্ড করে। ধরুন, আপনার একটি ফুড-রিলেটেড পেজ আছে। পেজটি যারা লাইক করেছেন, তাদের কাছে আপনার পোস্ট পৌঁছানোর কথা। কিন্তু দেখা গেল, তাদের অনেকেই কনটেন্টে আর আগ্রহ দেখাচ্ছেন না। ফেসবুক সেই আচরণ ধরে ফেলে এবং ধীরে ধীরে তাদের কাছে আর পোস্ট পাঠায় না। এতে রিচ কমে যায়।

এছাড়া পোস্ট করার সময়ের ওপরও রিচ নির্ভর করে। মাঝরাতে বা যখন প্ল্যাটফর্মে ব্যবহারকারী সক্রিয় কম থাকে, তখন পোস্ট দিলে তা স্বাভাবিকভাবেই কম মানুষের কাছে পৌঁছাবে। আবার একই ধরনের পোস্ট বারবার করলে ব্যবহারকারীদের আগ্রহ হারিয়ে যায়। এ ছাড়া ক্লিকবেইট কনটেন্ট কিংবা স্প্যামধর্মী পোস্টও রিচ কমার অন্যতম কারণ।

চলুন, জেনে নিই বিনামূল্যে রিচ বাড়ানোর সহজ পাঁচ কৌশল—

পোস্টে মানবিক দিক রাখুন

শুধু তথ্য দিলেই হবে না, কনটেন্টে হিউম্যান টাচ থাকতে হবে। বাস্তব জীবনের অভিজ্ঞতা, ছোট গল্প, অনুপ্রেরণামূলক বিষয় কিংবা মানুষের সঙ্গে সম্পর্কিত কোনো প্রসঙ্গ তুলে ধরুন। প্রয়োজনে কাউকে ট্যাগ করে পোস্ট করুন। এতে ইনগেজমেন্ট বাড়ে।

কনটেন্টে বৈচিত্র্য আনুন

একই ধরনের পোস্ট বারবার দিলে আগ্রহ হারায়। মাঝে মাঝে ইনফোগ্রাফিক্স, ভিডিও বা রিল শেয়ার করুন। ওপেন এন্ডেড প্রশ্ন দিন, যাতে মানুষ কমেন্ট করতে আগ্রহী হয়। যেমন : ‘আপনার প্রিয় খাবার কোনটি’- এই ধরনের প্রশ্ন ব্যবহারকারীদের সঙ্গে আলাপচারিতা বাড়ায়।

ক্লিকবেইট থেকে দূরে থাকুন

ক্লিক বেইট কোনো কিছু পোস্ট করা যাবে না। কারণ, ফেসবুকের অ্যালগরিদম এবং এআই অত্যন্ত বুদ্ধিমান। তারা পুরো বিষয়টি ধরে ফেলবে। তাই ক্লিক বেইট কোনো কন্টেন্ট পোস্ট করা একদম অনুচিত।

ডাটা বিশ্লেষণ করুন

ফেসবুক ইনসাইট নিয়মিত পর্যবেক্ষণ করুন। কোন সময় পোস্ট করলে বেশি রিচ পাচ্ছেন, কোন ধরনের কনটেন্টে বেশি প্রতিক্রিয়া আসছে- এসব খেয়াল রাখুন। বিশ্লেষণ করে ভবিষ্যতের কনটেন্ট সেই অনুযায়ী সাজান।

নিয়মিত সক্রিয় থাকুন

শুধু কনটেন্ট পোস্ট করলেই হবে না। অন্যদের পোস্টে প্রতিক্রিয়া জানান, কমেন্ট করুন, শেয়ার করুন। এতে আপনার প্রোফাইল বা পেজের সক্রিয়তা বাড়বে এবং রিচেও ইতিবাচক প্রভাব ফেলবে।

শেষকথা

অর্গানিক রিচ কমে যাওয়া এখন বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীদের সাধারণ অভিজ্ঞতা। তবে নির্দিষ্ট কিছু কৌশল মেনে চললে বিনা খরচেই রিচ বাড়ানো সম্ভব। মূল বিষয় হলো, মানসম্মত ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি করা, ব্যবহারকারীদের সঙ্গে সংযোগ তৈরি রাখা এবং নিয়মিত বিশ্লেষণ করা।

সূত্র : এইসময়

Lading . . .