
গুগল প্লেতে গেম খেলার সময় সহায়তা দেবে জেমিনি এআই
মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে ধাপে ধাপে আটকে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। এবার সেই জট কেটে দিতে আসছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী জেমিনি এআই। প্লে স্টোর থেকে ডাউনলোড করা গেমে সরাসরি একটি নতুন ইন-গেম ওভারলে যোগ হচ্ছে। যার মাধ্যমে খেলার মধ্যেই জেমিনির কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে। এ জন্য আলাদা কোনো উইন্ডো খুলতে হবে না। গুগল জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে নির্দিষ্ট কিছু গেমে এ সুবিধা চালু হবে।২৪ সেপ্টেম্বর, ২০২৫