
গুগলের এআই সার্চ ফলাফলে ভুয়া ছাড়ের তথ্য, বিপাকে রেস্তোরাঁ
গুগলের ‘এআই ওভারভিউ’–সুবিধায় সার্চ ফলাফলের ওপরের অংশেই এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত তথ্য দেখা যায়। ফলে কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেই অনলাইন থেকে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য জানতে পারেন ব্যবহারকারীরা। তবে এবার গুগলের এআই ওভারভিউ সার্চ ফলাফলে ভুয়া খাবারের মেনু ও মূল্যছাড়ের তালিকা প্রদর্শনের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের মিজৌরিতে অবস্থিত স্টেফানিনাস ওয়েন্টজভিল নামের একটি রেস্তোরাঁ।২৭ আগস্ট, ২০২৫