
টেলিভিশন ও মনিটরে যুক্ত হচ্ছে মাইক্রোসফটের কোপাইলট চ্যাটবট
স্যামসাংয়ের নতুন মডেলের টেলিভিশন ও মনিটরে যুক্ত হচ্ছে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ‘কোপাইলট’। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সরাসরি কোপাইলট চ্যাটবটের সঙ্গে কথা বলে টেলিভিশনে পছন্দের অনুষ্ঠান ও সিনেমা চালুর পাশাপাশি প্রয়োজনীয় তথ্য অনলাইন থেকে জানতে পারবেন।৩১ আগস্ট, ২০২৫