এসির রিমোটে লুকানো ‘গোপন’ সুইচে বিদ্যুৎ বিল হবে অর্ধেক
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

গরমে একটু আরাম পেতে এসি চালাচ্ছেন? কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল দেখে আঁতকে উঠছেন? চিন্তার কিছু নেই। অনেকেই জানেন না, এসির রিমোটেই এমন একটা মোড আছে, যেটা ঠিকমতো ব্যবহার করলে ঘর ঠান্ডা থাকবে আর বিদ্যুৎ বিলও অনেক কম আসবে।
এই গরমে আরাম পেতে এসি চালানো যেমন দরকার, তেমনি দরকার বুদ্ধি করে ব্যবহার করা – তবেই সাশ্রয় সম্ভব। চলুন জেনে নিই, সেই গোপন সেটিংসটা কী এবং আরও কিছু সহজ টিপস, যা আপনার বিদ্যুৎ বিল অর্ধেক করে দিতে পারে।
এসির তাপমাত্রা ঠিক রাখুন
বিশেষজ্ঞরা বলেন, এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখলেই ভালো। এতে ঘর ঠান্ডা থাকে, আবার বেশি বিদ্যুৎও খরচ হয় না। অনেকে ভাবেন, ২৬ ডিগ্রিতে ঘর কি আদৌ ঠান্ডা হয়? তখনই পরামর্শ দেওয়া হয়, এসির সঙ্গে একটা ফ্যান চালান। এতে ঠান্ডা বাতাস ঘরের কোণায় কোণায় ছড়িয়ে পড়বে, আর এসির ওপর চাপ কম পড়বে।
নিয়মিত পরিষ্কার করুন
এসির এয়ার ফিল্টার অন্তত ১০-১৫ দিন পরপর পরিষ্কার করুন। এতে ধুলাবালি জমে গেলে কুলিং ক্ষমতা কমে যায়, তখন এসি বেশি সময় ধরে চালাতে হয় — যার মানে বেশি বিল। কাজেই নিয়মিত ফিল্টার পরিষ্কার করাটা খুব জরুরি।
গোপন সুইচ- ইকো মোড
প্রায় সব এসিতেই একটা 'Eco Mode' থাকে, যেটা অন করলে এসি অনেক কম বিদ্যুৎ খরচ করে। অনেকেই এই সুইচটার কথা জানেন না বা ব্যবহার করেন না। রিমোটে সাধারণত ECO বা ECONAVI লেখা থাকে এই বাটনে। একবার চালু করে দেখুন, বিদ্যুৎ বিলে বড় পার্থক্য টের পাবেন।
সূর্যের আলো ও তাপের প্রভাব
যদি আপনার ঘরে সরাসরি রোদ না পড়ে, তাহলে ঘর ঠান্ডা হতে সময় কম লাগবে। আর এসিও কম সময় চালালেই হবে। তবে যদি রোদের ঘর হয়, যেমন একতলার ঘর বা যেসব ঘরে অনেক জানালা, তাহলে শুরুতে এসি ২২–২৩ ডিগ্রিতে চালিয়ে ঘর ঠান্ডা করে পরে সেটিং বাড়িয়ে ২৫–২৬ ডিগ্রি করে দিন। এতে এসির ওপর চাপ কমবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে।
ফ্যানের ব্যবহার
এসি চালানোর সঙ্গে সঙ্গে ফ্যান চালান, এতে ঠান্ডা আরও ভালোভাবে ছড়িয়ে পড়বে। কিছুক্ষণ পর এসি বন্ধ করলেও ঘর ঠান্ডা থাকবে। ফলে আপনি বিদ্যুৎ বাঁচাতে পারবেন।
সারসংক্ষেপে বললে:
– ইকো মোড চালু করুন
– ২৪–২৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রাখুন
– নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন
– এসির সঙ্গে ফ্যান চালান
– সূর্যর আলো রুখতে পর্দা ব্যবহার করুন
এই সহজ কিছু কৌশল মেনে চললেই বিদ্যুৎ বিল অর্ধেক হয়ে যাবে! চেষ্টা করে জানা