Advertisement

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

কালবেলা

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাসায় বসে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই ধীরগতির সমস্যায় ভোগেন। ভিডিও দেখতে গিয়ে বারবার বাফারিং, অনলাইন গেমে ল্যাগ কিংবা ঘরের কোনাকাঞ্চিতে নেটওয়ার্ক হারিয়ে যাওয়া—এসবের জন্য সাধারণত দোষ দেওয়া হয় ইন্টারনেট কোম্পানিকে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এসব সমস্যা অনেক সময় ঘরের আশপাশের কিছু জিনিসপত্র থেকেও হতে পারে। তাদের দাবি, আয়না, ধাতব আসবাব, মাইক্রোওয়েভ ওভেন, ব্লুটুথ ডিভাইস কিংবা পানিভর্তি অ্যাকুয়ারিয়াম—এসব জিনিস ওয়াই-ফাই সিগনাল দুর্বল করে দেয়। তবে সমাধান একেবারেই সহজ। রাউটারকে এসব জিনিস থেকে দূরে সরিয়ে রাখলেই ইন্টারনেটের গতি বাড়বে চোখে পড়ার মতো।

চলুন জেনে নিই, ঘরের কোন ৮টি জিনিস ওয়াই-ফাইয়ের শত্রু—

১. আয়না

আয়না রাউটারের সিগনাল প্রতিফলিত করে দুর্বল করে দেয়। ফলে আশপাশে নেটওয়ার্কের শক্তি কমে যায়। তাই রাউটারকে আয়নার কাছ থেকে দূরে রাখা উচিত।

২. ধাতব আসবাব

ধাতব তৈরি আলমারি, টেবিল বা বড় শোকেস ওয়াই-ফাই সিগনাল আটকে দেয়। এগুলো সিগনালের স্বাভাবিক প্রবাহে বাধা হয়ে দাঁড়ায়।

৩. মাইক্রোওয়েভ ওভেন

মাইক্রোওয়েভ থেকে নির্গত তরঙ্গ সরাসরি ওয়াই-ফাইয়ের সঙ্গে সংঘর্ষ ঘটায়। ফলে রান্নাঘরের কাছে রাউটার রাখলে গতি মারাত্মকভাবে কমে যেতে পারে।

৪. ব্লুটুথ ডিভাইস

ব্লুটুথ স্পিকার, হেডফোন কিংবা স্মার্ট গ্যাজেট একই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এগুলো কাছাকাছি থাকলে সিগনালে মারাত্মক বিঘ্ন ঘটে।

৫. অ্যাকুয়ারিয়াম

পানিভর্তি অ্যাকুয়ারিয়াম বা ট্যাংক রাউটারের সিগনাল শোষণ করে নেয়। ফলে তার আশপাশে তৈরি হয় ‘ডেড জোন’, যেখানে ইন্টারনেট একেবারেই দুর্বল হয়ে যায়।

৬. ভারী আসবাব

বড় সোফা বা খাটের মতো ভারী আসবাব রাউটারের সিগনালকে আটকে দেয়। ফলে অন্য কক্ষে ইন্টারনেট পৌঁছাতে সমস্যা হয়।

৭. মোটা দেয়াল

রাউটার যদি ঘরের কোনাকাঞ্চি বা মোটা দেওয়ালের আড়ালে রাখা হয়, তাহলে সিগনাল দুর্বল হয়ে পড়ে। দেয়ালের ভেতরে নেট পৌঁছানো কঠিন হয়ে যায়।

৮. অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি

টেলিভিশন, ফ্রিজ, কর্ডলেস ফোনের মতো যন্ত্রপাতি ওয়াই-ফাই সিগনালের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এগুলোর কাছ থেকে রাউটার দূরে রাখলেই গতি অনেকটা বেড়ে যায়।

সমাধান

বিশেষজ্ঞদের পরামর্শ, রাউটার সবসময় ঘরের মাঝখানে খোলা জায়গায় রাখতে হবে। সম্ভব হলে একটু উঁচুতেও রাখা ভালো। খেয়াল রাখতে হবে, আশপাশে যেন আয়না, ধাতব আসবাব বা ইলেকট্রনিক যন্ত্রপাতি না থাকে। বিশেষজ্ঞদের দাবি, মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এ পরিবর্তন করলেই আপনার বাসার ওয়াই-ফাইয়ের দুর্দান্ত গতি বাড়বে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও নিউইয়র্ক টাইমস

Lading . . .