ফোনের কভার কি আদৌ নিরাপদ? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

আমরা অনেকেই নিজের ফোনকে সুন্দর করে রাখতে পছন্দ করি। রং-বেরঙের ফোন কভার, নানা রকম ডিজাইন, স্টাইলিশ এক্সেসরিজ—এগুলো ব্যবহার করলে ফোন দেখতে যেমন ভালো লাগে, তেমনি নিজের পছন্দের একটা ছাপও পড়ে।
কিন্তু একটু ভেবে দেখেছেন কি, এই কভার বা অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করতে গিয়ে আপনি হয়তো অজান্তেই ফোনের ক্ষতি করছেন?
বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্ড্রয়েড বা আইফোন—সব স্মার্টফোনই এখন একটা সাধারণ সমস্যায় ভুগছে: সেটা হলো অতিরিক্ত গরম হয়ে যাওয়া। ফোন যত বেশি গরম হয়, ব্যাটারিও তত দ্রুত ফুরায়।
এখন, ফোন নির্মাতারা তাপ নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করেন। ফোনের ভেতরের তাপ যেন সহজে বাইরে বের হয়ে যেতে পারে, সে ব্যবস্থা থাকে। কিন্তু যখন মোটা বা ভারী ব্যাক কভার ব্যবহার করা হয়, তখন সেই তাপ ঠিকভাবে বেরোতে পারে না।
ফলে ফোন আরও গরম হয়ে যায় এবং তার প্রভাব পড়ে ফোনের ভেতরের নানা যন্ত্রাংশে। অনেক সময় দেখা যায়, ফোনের স্ক্রিনে সবুজ লাইন পড়ে যাচ্ছে—এটাও হতে পারে এই অতিরিক্ত গরম হওয়ার ফল। এমনকি ক্যামেরার পারফরম্যান্সও কমে যেতে পারে।
কভার ছাড়া ফোন চালানো কি তাহলে নিরাপদ? না, সেটাও খুব একটা ভালো আইডিয়া নয়। কারণ হাত ফসকে পড়ে গেলে ফোনের বড় ক্ষতি হয়ে যেতে পারে।
তবে এর সহজ সমাধান হচ্ছে—হালকা, পাতলা, ভালো মানের কভার ব্যবহার করা। আর যদি আপনি গেম খেলেন বা চার্জে বসান, তখন কভার খুলে রাখলে ভালো হয়। এতে তাপ সহজে বের হয়ে যেতে পারে এবং ফোন গরম হওয়া কমে যায়।
ফোনকে স্টাইলিশ রাখার পাশাপাশি সুরক্ষিত রাখাও জরুরি। তবে সেটা যেন ফোনের ক্ষতির কারণ না হয়, সেটাও মাথায় রাখা দরকার। তাই খুব ভারী বা ঘন কভার না ব্যবহার করাই ভালো। আর ফোন চার্জে থাকলে বা গেমিংয়ের সময় একটু সাবধান থাকলেই ফোন থাকবে ঠান্ডা ও নিরাপদ।
সূত্র : এনডিটিভি
আরও পড়ুন