Advertisement

প্রতারকদের ঘুম হারাম! হোয়াটসঅ্যাপ নিয়ে এলো শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা

জনকণ্ঠ

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো নতুন প্রতারণা-প্রতিরোধী ফিচার। এর ফলে ব্যবহারকারীরা অজান্তেই এমন কোনো গ্রুপে যুক্ত হবেন না, যেখানে প্রতারণা বা অর্থ হাতিয়ে নেওয়ার ঝুঁকি থাকতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে এই ফিচার চালু হবে, যা গ্রুপে যুক্ত হওয়ার আগে আরও তথ্য ও নিয়ন্ত্রণের সুযোগ দেবে।

সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপে অনলাইন প্রতারণা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় প্ল্যাটফর্মটি মনে করছে, ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে এবং অন্তত সচেতন করার জন্য নতুন টুলস যুক্ত করা জরুরি।

কীভাবে কাজ করবে এই ফিচার

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কোনো গ্রুপে যদি এমন কেউ আপনাকে যোগ করে যিনি আপনার পরিচিত নন বা যার সঙ্গে কোনো পারস্পরিক কন্টাক্ট নেই, তাহলে অ্যাপটি গ্রুপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেখাবে। এর মধ্যে থাকবে—গ্রুপের অ্যাডমিনের নাম, গ্রুপের মোট সদস্য সংখ্যা ইত্যাদি।

এছাড়া নতুন ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীকে প্রতারণার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হবে এবং প্রাইভেসি সেটিংসে গিয়ে কে আপনাকে গ্রুপে যোগ করতে পারবে তা ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে।

হোয়াটসঅ্যাপের ভাষায়, ‘সেখান থেকে আপনি চাইলে চ্যাট না খুলেই গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন। আবার সেফটি ওভারভিউ দেখে যদি গ্রুপ চিনতে পারেন, তবে প্রসঙ্গ জানার জন্য চ্যাট দেখতে পারেন। যাই হোক, আপনি না চাইলে গ্রুপ থেকে কোনো নোটিফিকেশন আসবে না।’

অপরিচিতদের সঙ্গে চ্যাটে সতর্কতা

হোয়াটসঅ্যাপ জানায়, অনেক প্রতারক অ্যাপের বাইরে যোগাযোগ করে পরে মেসেজিং প্ল্যাটফর্মে আসতে বলে। তাই এখন নতুন একটি পরীক্ষামূলক ব্যবস্থা চালু করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরা কন্টাক্ট লিস্টে নেই এমন কারও সঙ্গে চ্যাট করলে তাকে সম্পর্কে আরও তথ্য দেখানো হবে এবং সতর্কবার্তা দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপ নিয়মিত সেফটি ওভারভিউ শেয়ার করে এবং অজানা ব্যক্তির সঙ্গে চ্যাটে সাবধান থাকার পরামর্শ দেয়। অপরিচিতের পাঠানো কোনো লিংক ক্লিক করা বা অ্যাপ ডাউনলোড করলে তা ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ঢুকিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

যদিও হোয়াটসঅ্যাপ শিগগিরই স্ট্যাটাস আপডেট ও চ্যানেলে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে, তবুও ব্যবহারকারীদের সুরক্ষায় নতুন এই সুরক্ষা ফিচার প্রতারণা রোধে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: নিউজ১৮।

আরও পড়ুন

Lading . . .