Advertisement

আইফোন ১৮ সিরিজে থাকছে না যে ফিচার

আমার সংবাদ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আইফোন ১৮ সিরিজে থাকছে না যে ফিচার
আইফোন ১৮ সিরিজে থাকছে না যে ফিচার

আইফোন ১৭ সিরিজের উদ্বোধন শেষ হতে না হতেই প্রযুক্তি বিশ্বে শুরু হয়ে গেছে নতুন গুঞ্জন—আলোচনার কেন্দ্রে এবার আইফোন ১৮ সিরিজ।

চীনা সোশ্যাল মিডিয়া উইবো’র পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ সালে বাজারে আসতে যাওয়া iPhone 18, iPhone 18 Pro, এবং iPhone 18 Pro Max মডেলগুলোতে 'আন্ডার-স্ক্রিন ফেস আইডি' প্রযুক্তি থাকছে না।

যদিও দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এই ফিচারটির জন্য অপেক্ষায় ছিলেন, তবে আপাতত অ্যাপল সেই প্রযুক্তি সম্পূর্ণ প্রস্তুত নয় বলে ধারণা করা হচ্ছে।

তবে নতুন সিরিজে ডাইনামিক আইল্যান্ড থাকছে, যা কিছুটা ছোট আকৃতির হতে পারে বলে জানানো হয়েছে। এর ফলে স্ক্রিনের আরও কার্যকর ব্যবহার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, অ্যাপল এখনও ‘আন্ডার-ডিসপ্লে ফেস আইডি’ প্রযুক্তি নিয়ে কাজ করছে, তবে এটি এখনো বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত নয়। তাই ব্যবহারকারীদের আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।

অ্যাপলের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

জেএইচআর

Lading . . .