Advertisement

রাউটার যে স্থানে রাখলে ইন্টারনেট স্লো হয়ে যায়

জনকণ্ঠ

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার ‘অপরিহার্য’ অংশ হিসেবে দাঁড়িয়েছে। তাই এর ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। শহর থেকে গ্রাম প্রায় সব শ্রেণির মানুষ তা ব্যবহার করছে। তাই সবসময় প্রয়োজন দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। মোবাইল ইন্টারনেট ছাড়াও অনেকে ঘরে ওয়াই-ফাই রাউটার স্থাপন করেন। কিন্তু অনেক সময় রাউটার থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। এর বেশ কিছু কারণ জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

তাদের মতে, ইন্টারনেট স্লো হওয়ার অন্যতম কারণ রাউটারের অবস্থান। ভুল জায়গায় রাউটার রাখলে তা ইন্টারনেট সংযোগকে প্রভাবিত করতে পারে।

যেখানে রাউটার রাখা একেবারেই উচিত নয়

ইলেকট্রনিক যন্ত্রপাতির আশপাশে টিভি, মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন কিংবা ব্লুটুথ স্পিকারের মতো যন্ত্রপাতি রাউটারের সিগন্যালের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে। তাই রাউটার এসব ডিভাইস থেকে অন্তত তিন ফুট দূরে রাখা উচিত।

বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারে দৃষ্টিসীমার বাইরে রাখতে গিয়ে অনেকে রাউটার ক্যাবিনেট, আলমারি বা ড্রয়ারে রেখে দেন। এতে রাউটারের সিগন্যাল যথাযথভাবে ছড়াতে পারে না এবং সংযোগ দুর্বল হয়ে পড়ে।

বেসমেন্ট বা ঘরের কোণে রাউটার সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়ায়। যদি এটি ঘরের এক কোণে বা বেসমেন্টে রাখা হয়, তাহলে সিগন্যালের একটি বড় অংশ দেওয়ালে আটকে যায় বা বাইরে চলে যায়। ফলে ঘরের অন্যান্য অংশে সিগন্যাল দুর্বল হয়।

পুরু দেয়াল বা ধাতব জিনিসপত্রের পাশে কংক্রিটের দেয়াল কিংবা ধাতব আসবাবপত্র ওয়াই-ফাই তরঙ্গ শোষণ করতে পারে। এতে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে এবং ইন্টারনেটের গতি হ্রাস পায়।

যেসব জায়গায় রাউটার রাখা যেতে পারে বাড়ির কেন্দ্রীয় কোনো খোলা স্থান, মাটির থেকে কিছুটা উঁচু জায়গা, যেখানে বাধা কম ও সিগন্যাল ছড়াতে সুবিধা হয়।

আরও পড়ুন

Lading . . .