Advertisement

আকাশজুড়ে উল্কাবৃষ্টি: কোথায়, কখন, যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে

জনকণ্ঠ

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

আগামী ১২ ও ১৩ আগস্ট বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে চমকপ্রদ পার্সাইড উল্কাবৃষ্টি। প্রতিবছরের মতোই এই সময়ে ঘটে থাকা আকাশের এই অপূর্ব দৃশ্য এ বছর সবচেয়ে বেশি দৃশ্যমান হবে ১৩ আগস্ট ভোররাতে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকেই উল্কাবৃষ্টি উপভোগ করা যাবে। যদিও গত বছর উল্কাবৃষ্টির সময় আকাশে চাঁদ ছিল না, এবার চাঁদের আলো থাকায় কিছুটা বাধা তৈরি হতে পারে। তবুও, পার্সাইড উল্কা রাতের আকাশে দারুণ এক দৃশ্য উপহার দেবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই উল্কাগুলো পার্সিয়াস নক্ষত্রমণ্ডলের পার্সি নক্ষত্র থেকে আসছে বলে মনে হয়। পার্সাইড নামটিও এসেছে এই নক্ষত্রপুঞ্জ থেকেই। প্রতিবছর আগস্টের মাঝামাঝি সময়ে উল্কাবৃষ্টি দেখা যায়, আর এ বছর প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ১০০টি উল্কা আকাশ চিরে যাবে বলে ধারণা করা হচ্ছে।

পার্সাইড উল্কাবৃষ্টির উৎস সুইফট-টাটল ধূমকেতু। ধূমকেতুটি সূর্যের কাছাকাছি এলে এর পৃষ্ঠ থেকে বরফ ও ধূলিকণা মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবী যখন কক্ষপথে এই ধূলিকণার স্তরের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন কণাগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে—এমন দৃশ্যই আমরা উল্কা বা শুটিং স্টার হিসেবে দেখি।

বাংলাদেশ থেকে যারা উল্কাবৃষ্টি দেখতে চান, তাদের জন্য ভোরের আগে অন্ধকার ও খোলা আকাশযুক্ত জায়গা হবে সবচেয়ে উপযোগী স্থান। চাঁদের আলো থাকলেও আকাশজুড়ে ঝরে পড়া এই মহাজাগতিক আতশবাজি চোখের জন্য হবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন

Lading . . .