Advertisement

চিকিৎসা বিজ্ঞানে নতুন সম্ভাবনা: ক্যান্সার কোষকে মেরে ফেলবে রোবট!

জনকণ্ঠ

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্যান্সারের বিরুদ্ধে জয়ের দিগন্ত খুলতে যাচ্ছে এমন এক অনন্য প্রযুক্তি, যা মানুষকে দেবে নতুন আশার আলো। ‘ডিএনএ অর্গামি বেসড ন্যানোরোবট’—একটি অদৃশ্য, অনুভূতিহীন, নিখুঁত ও নীরব ঘাতক, যা ক্যান্সার কোষ ধ্বংসে সক্ষম।

এই ন্যানোরোবটের আকৃতি অত্যন্ত ক্ষুদ্র; মাত্র ৯০ থেকে ১৫০ ন্যানোমিটার, যা মানুষের চুলের প্রস্থের এক হাজার ভাগেরও ছোট। এর ফলে খালি চোখে বা সাধারণ মাইক্রোস্কোপে দেখা যায় না, দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অটোমিক ফোর্স মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়।

ডিএনএ অর্গামি প্রযুক্তি ব্যবহার করে এই রোবট তৈরি করা হয়, যেখানে ডিএনএর স্ট্যান্ডগুলোকে ভাঁজ করে এমন একটি কাঠামো তৈরি করা হয় যা দেখতে বক্স বা টিউবের মতো হয়। এই কাঠামোর ভেতরে ‘থমভিন’ নামের একটি ঘাতক প্রোটিন থাকে, যা স্বাভাবিক অবস্থায় বন্ধ থাকে, কিন্তু ক্যান্সার কোষের আশেপাশের অ্যাসিডিক (কম পিএইচ) পরিবেশে পৌঁছালে তা সক্রিয় হয়। তখন থমভিন প্রোটিন বেরিয়ে এসে ক্যান্সার কোষের রক্তনালীর দেয়াল ব্লক করে এবং টিউমার কোষের ধ্বংস ডেকে আনে।

অবাক করার মতো বিষয় হলো, আশেপাশের স্বাস্থ্যকর কোষগুলো একেবারেই ক্ষতিগ্রস্ত হয় না।

এই অনন্য প্রযুক্তির গবেষণা শুরু হয় সুইডেনের ক্যারোলিনস্কাই ইনস্টিটিউটে, যেখানে স্তন ক্যান্সারে আক্রান্ত ইদুরের ওপর পরীক্ষা চালানো হয়। ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক—মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই টিউমারের বৃদ্ধি প্রায় ৭০ শতাংশ কমে যায় এবং আশেপাশের টিস্যুতে কোনও ক্ষতি হয়নি।

রোবটের বাইরের দিকে ‘অ্যাটামার’ নামের একটি সেন্সর থাকে, যা শুধুমাত্র ক্যান্সার কোষের নির্দিষ্ট রিসেপ্টর চিনে নিতে পারে। যদিও এখনও এটি মানুষের শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছায়নি, বিজ্ঞানীরা আশাবাদী আগামী এক দশকের মধ্যে এই রোবট ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ রূপে প্রতিষ্ঠিত হবে।

কোনো কেমোথেরাপি নয়, কোনো তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া নয়—এই ন্যানো ঘাতক একাই যথেষ্ট ক্যান্সার ধ্বংসে। চিকিৎসা বিজ্ঞানের এই নতুন আবিষ্কার ক্যান্সার রোগীদের জন্য হতে যাচ্ছে এক দিশার আলো।

সূত্র: https://www.youtube.com/watch?v=PrK_X5gw780

আরও পড়ুন

Lading . . .