প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং মলে ভিভো বাংলাদেশের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করেন শপিং মলের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা। এসময় উপস্থিত ছিলেন ভিভো সাউথ এশিয়ার চেয়ারম্যান হেই জি, ম্যানেজিং ডিরেক্টর ডিউক, মার্কেটিং ডিরেক্টর ডেভিড প্রমুখ।
অনুষ্ঠানে ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরা সিটি সবসময়ই বিশ্বমানের ব্র্যান্ডগুলোর জন্য একটি প্রধান গন্তব্য হিসেবে পরিচিত। আজ দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে—এটা আমাদের জন্য সত্যিই আনন্দের বিষয়।
শেখ এহসান রেজা আরও বলেন, বসুন্ধরা সিটিতে ২০১৮ সালে কার্যক্রম শুরু করার পর থেকে ভিভো ধারাবাহিকভাবে প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও আধুনিক ভাবনা গ্রাহকদের কাছে নতুন মাত্রা এনে দিয়েছে।
ভিভো বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমরা চাই আমাদের দর্শনার্থীরা সর্বদা সর্বশেষ প্রযুক্তি ও আধুনিক ট্রেন্ডের সঙ্গে পরিচিত হোক। ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর সেই লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে নিলো। আশা করি ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে গ্রাহকদের কাছে আরও নতুন উদ্ভাবন ও প্রযুক্তি পৌঁছে দিতে পারব।
ভিভোর সাউথ এশিয়ার চেয়ারম্যান হেই জি বলেন, বাংলাদেশে আমাদের গ্রাহকদের জন্য সর্বদা নতুনত্ব এবং সেরা অভিজ্ঞতা নিয়ে আসাই আমাদের লক্ষ্য। বসুন্ধরা সিটির এই ফ্ল্যাগশিপ স্টোর আমাদের সেই যাত্রার আরেক মাইলফলক।
নতুন ফ্ল্যাগশিপ স্টোরের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা সিটির মধ্যে বর্তমানে ডেকোরেশন ওয়াইজ বা সেল ওয়াইজ সবচেয়ে প্রিমিয়াম আউটলেট হচ্ছে আমাদের এই ভিভো বাংলাদেশ গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোর। এর কারণ হলো শোরুমের ডেকোরেশন, ওভারঅল লুক, সব কিছু মিলিয়ে এটাই সবচেয়ে প্রিমিয়াম। আগে দুটি শপ মিলিয়ে একটা ছিল, আর এখন চারটি শপ মিলিয়ে একটি শপ করা হয়েছে। এই শপের যে ডেকোরেশন, এটা ভার্সন ৪.২। যেটা বাংলাদেশে সর্বপ্রথম। সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রথম শোরুম এই ৪.২ ভার্সন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন ফ্ল্যাগশিপ স্টোরে আমরা প্রতি মাসে এক হাজার পিস সেট বিক্রি করতে পারবো। যেটা শুধু বাংলাদেশ না, সাউথ এশিয়ার মধ্যে মাসে এক হাজার পিস সেট সেল করে এরকম শপ এখন পর্যন্ত হয়নি। যদি আমরা এটা করে দিতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট হবে।
তিনি জানান, নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন উপলক্ষে প্রতিটি মোবাইল সেটের সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। এছাড়া গ্রাহকদের জন্য থাকছে আলাদা আলাদা উপহারও।
বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষ জানায়, বসুন্ধরা সিটিতে ভিভো তাদের যাত্রা শুরু করে ২০১৮ সালে। গত আট বছর ধরে প্রতিষ্ঠানটি সফলভাবে ব্যবসা পরিচালনা করছে দেশের জনপ্রিয় এই শপিং কমপ্লেক্সে। আজকের এই ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন ভিভোর জন্য একটি নতুন মাইলফলক।
এই স্টোরে থাকছে ভিভোর সর্বশেষ প্রিমিয়াম স্মার্টফোন মডেল, যা ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর অত্যাধুনিক প্রযুক্তি, প্রিমিয়াম ডিজাইন এবং গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে ক্রেতাদের দেবে এক নতুন অভিজ্ঞতা। এখানে ক্রেতারা সরাসরি ভিভোর সর্বশেষ উদ্ভাবনী স্মার্টফোন, অ্যাক্সেসরিজ এবং সার্ভিস সুবিধা উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি শপিং মল এবং ভিভো বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ডিএইচবি/এইচএ/
আরও পড়ুন