দেবের সঙ্গে শুভশ্রী, রাজকে খোঁচা সাবেক স্ত্রীর
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের নতুন ছবি ‘ধূমকেতু’-র ট্রেলার মুক্তির পর টলিপাড়ায় উত্তেজনা তুঙ্গে। এই আইকনিক জুটিকে আবার একসঙ্গে দেখতে মুখিয়ে দর্শকরা। তবে এই সিনেমা ঘিরে আলোচনায় উঠে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
দেব-শুভশ্রীর পুরোনো রসায়নের মাঝে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রাজের সাবেক স্ত্রী শতাব্দী মিত্র। শুভশ্রীর সিনেমার ট্রেলার মুক্তির ঠিক পরের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। যা নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।
শতাব্দী লিখেছেন, কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁ-দিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক ১৩ বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁ-দিকের চিনচিনে ব্যথা। আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।
যদিও শতাব্দী কারও নাম উল্লেখ করেননি। তবে তার ইঙ্গিত যে রাজ চক্রবর্তীর দিকেই, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই টলিউডে। একসময় রাজের ক্যারিয়ারের শুরুতে তার পাশে ছিলেন শতাব্দীই। পরবর্তীতে রাজের জীবনে আসে একাধিক সম্পর্কের গুঞ্জন। এরপর বিচ্ছেদ ঘটে শতাব্দীর সঙ্গে। পরবর্তীতে শুভশ্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ। এখন তাদের সংসার সুখেই চলছে। একমাত্র সন্তানকে নিয়ে সম্প্রতি ছুটি কাটাতে বেরিয়েছেন তারা।