Advertisement

বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো? রাজের উদ্দেশে প্রাক্তন স্ত্রী

কালবেলা

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে ভক্তরা যেমন মাতামাতি করছে, তেমনি নানান প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেত্রী শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম বিচ্ছেদের পর বিয়ে করেন রাজ। হয়েছেন দুই সন্তানের বাবাও। কিন্তু দীর্ঘ এক দশক পর এক সিনেমাকে ঘিরে দেব-শুভশ্রীর সাক্ষাৎ হওয়াটা যেন শান্তির ঘুম নষ্ট করল রাজের। এদিকে এমনিতেই বুকে জ্বলছে আগুন, তার মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করে সেই আগুনে ঘি ঢেলে দিল রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দেব-শুভশ্রীকে একই মঞ্চে দেখতে পেয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই এই জুটির ভক্তদের। উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রীও। রাজকে মনে করিয়ে দিয়েছেন, তার অতীত স্মৃতি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে অতীত স্মৃতি মনে করিয়ে রাজের উদ্দেশে শতাব্দী লেখেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলে তো? হিস্টোরি রিপিটস। বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো, আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

তিনি আরও লিখেছেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁ দিকের চিনচিনে ব্যথা, আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’

তার এ লেখাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রথম বিয়ে হয় রাজ-শতাব্দীর। সেই সময় পরিচালনায় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। যখন একটু একটু করে সামনের দিকে ক্যারিয়ার এগোচ্ছিল। আর তখনই বিচ্ছেদ হয় এই জুটির। ২০১১ সালে ঘর ভাঙে তাদের। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তারা দুই সন্তানের মা-বাবা।

যদিও শতাব্দী কারও নাম উল্লেখ করেননি ওই পোস্টে। তার পরও নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন।

Lading . . .