Advertisement

শুভশ্রীকে পাশে নিয়েই প্রেমিকা রুক্মিণীর নামে পূজা দেবের!

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

টালিউডে একটা সময় দীপক অধিকারী দেব শুভশ্রী গাঙ্গুলি জুটির রসায়ন ছিল তুঙ্গে। এখন সেটি বিচ্ছেদে রূপ নিয়েছে। অভিমানে দুজন দুদিকে গা ভাসিয়ে দেন। এরপরই আটকা পড়ে তাদের শেষ সিনেমা ' ধূমকেতু ' দীর্ঘ বিরতির পর আবার সেই সিনেমা মুক্তি পাচ্ছে আজ বৃহস্পতিবার ( ১৪ আগস্ট ) আর সেই সিনেমা পর্দায় আসার আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে হুমড়ি খেয়ে পড়েন সিনেপ্রেমী দর্শকরা।

এর আগে ২০০৯ সালে চ্যালেঞ্জ সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল তারকা জুটির রুপালি পর্দায় রসায়ন। এরপর তারা একসঙ্গে উপহার দিয়েছেন পরাণ যায় জ্বলিয়া রে ’, ‘ রোমিও ’, ‘ খোকাবাবু ’, ‘ খোকা ৪২০ ’- এর মতো অসংখ্য সুপারহিট সিনেমা।

এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মুক্তি পাচ্ছে ' ধূমকেতু ' গতরাত ২টা থেকেই শুরু হয়ে গেছে সেই উদযাপন। তবে মুক্তির আগের দিন নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে যান দেব শুভশ্রী গাঙ্গুলি।

আর সেখানেই ঘটে যত কাণ্ড। যার রেশ এখনো লেগে রয়েছে সামাজিক মাধ্যমে। তবে এসব ঘটনার মধ্যে যে ঘটনা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে , তা হলো সাবেক প্রেমিকা শুভশ্রীর পাশে বসে বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর নামে দেবের পূজা দেওয়া।

হ্যাঁ , একটু খোলাসা করেই তবে বলা যাক গতকাল বুধবার সকাল থেকেই শোনা যাচ্ছিল যে , দেব - শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন। তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন , তারা বুঝি আলাদা আলাদাভাবে যাবেন। ট্রেলার লঞ্চের মঞ্চে একসঙ্গে দেখা গেছে বলেই আবার যে একসঙ্গে দেখা যাবে , সে আশা না রাখাই ভালো। আবার একদল মনে করছিলেন তাদের একসঙ্গে দেখতে পাবেন।

আর তাদের কথাই গতকাল বুধবার বেলা বাড়তে সত্যি হয়। রংমিলান্তিতে লালে - লাল হয়ে সবার সামনে ধরা দেন দেব - শুভশ্রী। ভিড়ের মধ্যে শুভশ্রীকে আগলে মন্দিরে নিয়ে যান দেব। তারপর পাশাপাশি আসনে বসে দুজন পূজাও দেন বড়মার কাছে। জানান মনের সব আশা। এরপরই আসে পূজা দেওয়ার পালা। আর সেই পূজা দেওয়ার সময় দেবের কাণ্ড দেখে অবাক নেটদুনিয়া।

ভিডিওতে দেখা যায় , পূজা কার কার নামে দিতে চান নায়ক ? তা জানতে চাওয়া হলে মা , বাবা , দিদিসহ পরিবারের সবার নাম এক এক করে বলতে শুরু করেন দেব। শেষে প্রেমিকা রুক্মিণী মৈত্রর নাম বলতেও বাদ রাখেন না। তারপর গোত্র জানতে চাইলে অভিনেতা বলেন , গোত্র মা জানেন। তার এই সারল্য দেখে হেসে ফেলেন শুভশ্রীও। পাশে বসা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে হেসে কিছু জানান অভিনেত্রী। কিন্তু সাবেক প্রেমিকাকে পাশে নিয়ে বর্তমানের নামে পূজা দেওয়া দেখে বিস্তর চর্চা শুরু হয় সামাজিক মাধ্যমে।

কেবল ভিডিওতেই না। কালকে তাদের বড়মার মন্দিরের প্রতিমুহূর্তই যেন হট কেক। সামাজিক মাধ্যমে আসতেই তা নিয়ে চর্চা শুরু করে দিচ্ছেন অনুরাগীরা। কোনো ভিডিওতে তাদের একসঙ্গে ধূপ - বাতি দিতে দেখা যায়। আবার কোনো ভিডিওতে একসঙ্গে হাত ধরে তাদের ছাদের প্রান্তে এসে দাঁড়িয়ে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায়। আবার কোনো ভিডিওতে দেব ভিড় ঠেলে হাত ধরে শুভশ্রীকে গাড়িতে তুলে দেন। সব মিলিয়ে ' ধূমকেতু ' বক্স অফিসে মুক্তির আগেই আবার নতুন করে ' হিট ' হয়ে যায় দেব - শুভশ্রী জুটির রসায়ন।

আরও পড়ুন

Lading . . .