Advertisement

বৃষ্টি থামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

যুগান্তর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকাসহ উত্তর-পূর্বাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত চলছে। রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির এই প্রবণতা অন্তত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস বলছে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় থাকবে। তবে সবচেয়ে বেশি সক্রিয়তা থাকবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। এরপর ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকাতেও এদিন মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।

দিনভিত্তিক পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৮ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।

Lading . . .