ভাণ্ডারিয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে ভাণ্ডারিয়া পৌরসভার শহীদ এমদাদুল হক অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা আমির হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল বিভাগীয় টিম সদস্য, এ কে এম ফখরুদ্দিন খান আল রাযী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র কর্তৃক পিরোজপুর-২ আসনের জন্য ঘোষিত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটার মাওলানা সিদ্দিকুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা নায়েবে আমির তমিজ উদ্দিন কাজল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোফাজ্জল হোসেন, ভাণ্ডারিয়া পৌরসভা আমির মাওলানা আবুল বাশার, সেক্রেটারি প্রভাষক ওসমান গনি আকন সহ ভাণ্ডারিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোট কেন্দ্র প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন ।